Bangladesh Cricket

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, খেলবে ছ’টি ম্যাচ

১১ এপ্রিল থেকে শুরু পাকিস্তান সুপার লিগ। ফাইনাল ১৮ মে। তার পর খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান। এই সিরিজ়টি আরও আগেই হওয়ার কথা ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৯:৫৫
Share:

বাংলাদেশ ক্রিকেট দল। —ফাইল চিত্র।

এই বছর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। খেলবে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ। মে মাসে খেলতে যাবে বাংলাদেশ। পাকিস্তান সুপার লিগ শেষ হলেই শুরু হবে এই সিরিজ়।

Advertisement

১১ এপ্রিল থেকে শুরু পাকিস্তান সুপার লিগ। ফাইনাল ১৮ মে। তার পর খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান। এই সিরিজ়টি আরও আগেই হওয়ার কথা ছিল। কিন্তু দুই দল অন্য সিরিজ় খেলতে ব্যস্ত থাকায় সেটা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ পাকিস্তানে গিয়েছিলেন। সেই সময় দুই বোর্ডের কর্তাদের মধ্যে কথা হয়। মে মাসে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ় খেলা হবে বলে ঠিক করেন তাঁরা।

গত বছর দু’টি টেস্ট খেলার জন্য বাংলাদেশ গিয়েছিল পাকিস্তানে। সেই সিরিজ়টি ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এ বার সাদা বলের সিরিজ় খেলবে তারা। ফয়জ়লবাদ, মুলতান এবং লাহোরে ম্যাচগুলি হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তারা নিজেদের কোনও ম্যাচ জিততে পারেনি। তাদের একে অপরের বিরুদ্ধে যে ম্যাচটি ছিল, সেটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ফলে দুই দলকে একটি করে পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement