Bangladesh Cricket Board

একই অপরাধে হৃদয়কে দু’বার শাস্তি! বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন হৃদয়। সেই কারণে তাঁকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল। তার পরেও তিনি খেলতে নেমেছিলেন। সেই নিয়েই বিতর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৮:২৪
Share:

তামিম ইকবাল। —ফাইল চিত্র।

তোহিদ হৃদয়কে নির্বাসিত করার সিদ্ধান্তকে হাস্যকর বললেন তামিম ইকবাল। শাস্তি পাওয়া একজন ক্রিকেটারকে দ্বিতীয় বার শাস্তি দেওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন হৃদয়। সেই কারণে তাঁকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল। পরে সেই শাস্তি কমিয়ে এক ম্যাচ করা হয়। ফলে একটি ম্যাচ বাইরে বসার পর আবার মাঠে নেমে পড়েছিলেন হৃদয়। এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল, কেন হঠাৎ শাস্তি কমিয়ে দিল বাংলাদেশ বোর্ড? বিতর্ক আরও বাড়ে যখন বোর্ড হৃদয়কে আবার নির্বাসনে পাঠায়। বোর্ডের এই সিদ্ধান্তই মেনে নিতে পারছেন না তামিম।

কিছু দিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। সুস্থ হয়ে ফিরে প্রথম বার সাংবাদিকদের সামনে এলেন তিনি। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দফতরের সামনে দাঁড়িয়েই বোর্ডকে একহাত নেন। বলেন, “ইতিমধ্যেই সাজা ভোগ করেছে হৃদয়। তার পর দুটো ম্যাচ খেলেছে। তার পর আবার তাকে নির্বাসিত করা হয়েছে। এটা হাস্যকর। কোন আইনে এমন হয়? একজনকে খেলার অনুমতি দেওয়ার পর আবার তাকে একই ভুলের জন্য শাস্তি দেওয়া যায় না।”

Advertisement

ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। সেই বিষয়ে কোনও পদক্ষেপ না করার জন্যেও বোর্ডকে দুষেছেন তামিম। বোর্ডের কাজকর্ম নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। তামিমের এমন বক্তব্যের পর বোর্ডের কর্তাদের নিয়ে প্রশ্ন উঠছে। তাঁদের শৃঙ্খলা এবং প্রশাসনিক কাজ সামলানোর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement