Sri Lanka vs Bangladesh

মুশফিকুর-শান্তর শতরান, শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্টা লড়াই বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেই রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-বাংলাদেশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২২:৫৪
Share:

(বাঁ দিকে) মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর জোড়া শতরানের সুবাদে ভাল জায়গায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের খেলার শেষে সফরকারী দলের রান ৩ উইকেটে ২৯২।

Advertisement

টস জিতে গলের ২২ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। বাংলাদেশের শুরুটা অবশ্য ভাল হয়নি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। এর পর অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুরকে সঙ্গে পরিস্থিতি সামাল দেন বাংলাদেশ অধিনায়ক। চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে তাঁরা তুলেছেন ২৪৭ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে শান্ত অপরাজিত রয়েছেন ১৩৬ রানে। তাঁর ২৬০ বলের ইনিংসে রয়েছে ১৪টি চার এবং একটি ছক্কা। টেস্ট ক্রিকেটে নিজের ষষ্ঠ শতরান করলেন বাংলাদেশের অধিনায়ক। ২০২৩ সালের নভেম্বরের পর এই প্রথম শতরান করলেন লাল বলের ক্রিকেটে। ২২ গজের অন্য প্রান্তে ১০৫ রান করে খেলছেন মুশফিকুর। তাঁর ১৮৬ বলের ইনিংসে আছে ৫টি চার।

এর আগে বাংলাদেশের প্রথম তিন ব্যাটার অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ওপেনার আনামুল হক শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান। রান পেলেন না অন্য ওপেনার শাদমান ইসলামও। তিনি করেন ১৪। দলকে ভরসা দিতে পারেননি তিন নম্বরে নামা মোমিনুল হকও। তিনি করেছেন ২৯ রান।

Advertisement

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে থারিন্দু রত্নায়েকে ২ উইকেট পেলেও খরচ করেছেন ১২৪ রান। আসিতা ফার্নান্ডো ৫১ রানে ১ উইকেট নিয়েছেন। এই সিরিজ় দিয়েই শুরু হল ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement