ICC Women T20 World CUP 2026

লিটনদের হতাশার মধ্যেই অন‍্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ! টানা পাঁচ ম‍্যাচ জিতে যোগ্যতা অর্জন মেয়েদের

লিটন দাসেরা সরাসরি সুযোগ পেয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছেন না। অন্য দিকে যোগ্যতা অর্জন পর্বে টানা পাঁচটি ম্যাচ জিতে ২০ ওভারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলেন নিগার সুলতানারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:৪৪
Share:

নিগার সুলতানা। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে না লিটন দাসদের। তাঁদের হতাশার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলেন নিগার সুলতানারা। যোগ্যতা অর্জন পর্বে টানা পাঁচটি ম্যাচ জিতে বিশ্বকাপ খেলার ছাড়পত্র জোগাড় করে নিলেন তাঁরা। অন্য দিকে, আমেরিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডসের মহিলা দলও।

Advertisement

বুধবার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছেন সুলতানারা। টস হারলেও প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ৪৫ বলে ৫৬ এবং সোবানা মোস্তারির ৪২ বলে ৫৯ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৬৫ রান করে। থাইল্যান্ডের বিরুদ্ধেও বাংলাদেশের চার জন ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। ১২ রানে ২ উইকেট হারিয়ে এক সময় বেশ চাপেও পড়ে যান সুলতানারা।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৬ রান করে থাইল্যান্ড। সর্বোচ্চ নাথাকান চানথেমের ৪১ বলে ৪৬। এ ছাড়া অধিনায়ক নারুয়েমল চাইওয়াই ২৮ বলে ৩০ এবং নান্নাপত কনচারোয়েনকাই ২৯ বলে ২৯ রান করেন। বাকি কেউই বলার মতো কিছু করতে পারেনি। বাংলাদেশের মারুফা আক্তার ২৫ রানে ৩ উইকেট নেন। ২০ রানে ২ উইকেট রিতু মনির। ২১ রানে ২ উইকেট নেন শোর্না আক্তার।

Advertisement

যোগ্যতা অর্জন প্রতিযোগিতার সুপার সিক্স পর্বের পয়েন্ট তালিকায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতে ৬ পয়েন্ট পেয়েছেন সুলতানারা। এ ছাড়া গ্রুপ পর্বে আয়ারল্যান্ড এবং আমেরিকার বিরুদ্ধে পাওয়া ৪ পয়েন্ট যোগ হয়েছে। সুপার সিক্স পর্বে বাংলাদেশকে আর আয়ারল্যান্ড বা আমেরিকার সঙ্গে খেলতে হবে না। ফলে যোগ্যতা অর্জন পর্বের পাঁচটি ম্যাচই জিতলেন সুলতানারা।

উল্লেখ্য, যোগ্যতা অর্জন পর্ব থেকে চারটি দল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আগামী জুন-জুলাইয়ে বিশ্বকাপ হবে ইংল্যান্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement