Shakib Al Hasan

প্রায় ৩২ কোটি টাকার দেনা বাংলাদেশ অধিনায়কের, ভোটে দাঁড়িয়ে শাকিব দিলেন সম্পত্তির খতিয়ানও

শাকিব ক্রিকেট থেকে অবসর নেননি এখনও। তার মধ্যেই যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। যোগ দিয়েই প্রার্থী হয়েছেন জাতীয় নির্বাচনে। প্রার্থী হিসাবে নিয়ম মতো দাখিল করেছেন সম্পদের পরিমাণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:১৮
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

বিশ্বকাপ খেলে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন শাকিব আল হাসান। জাতীয় নির্বাচনে শাসক দল আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। মাগুরা ১ কেন্দ্রের প্রার্থী হিসাবে নিজের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির কথা জানিয়েছে শাকিব। তাতেই জানা গিয়েছে, ৩১ কোটি ৯৮ লাখ টাকা (বাংলাদেশের) ঋণ রয়েছে তাঁর। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা। বাংলাদেশের প্রায় সব সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে শাকিবের সম্পত্তির পরিমাণ।

Advertisement

প্রার্থী হিসাবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে সম্পত্তির পরিমাণ জানিয়েছেন শাকিব। বাংলাদেশের ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা)। এর মধ্যে ক্রিকেট খেলে বছরে আয় করেন ৫ কোটি ৩২ লাখ টাকা (ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৩ লাখ টাকা)। বাকি ২২ লাখ ৯৬ হাজার টাকা আয় করেন ব্যাঙ্কে থাকা স্থায়ী আমানতের সুদ বাবদ (ভারতীয় মুদ্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা)।

এ ছাড়া ব্যাঙ্কে শাকিবের রয়েছে ১১.৫৭ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকা)। তাঁর ২৫ ভরি সোনা রয়েছে। এ ছাড়াও রয়েছে ২৪ হাজার ২৬১ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লাখ ২৩ হাজার টাকা)। শেয়ার বাজারে শাকিব বিনিয়োগ করেছে বাংলাদেশের ৪৬ কোটি ৬৩ লাখ টাকা (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ কোটি ৩৪ লাখ টাকা)। ১৩ লাখ টাকার (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা) আসবাবপত্র এবং বিভিন্ন সামগ্রী রয়েছে বলেও নির্বাচন কমিশনকে হলফনামায় জানিয়েছেন শাকিব। ৩১ কোটি ৯৮ লাখ টাকার ঋণ ছাড়াও একটি ব্যক্তিগত ঋণ রয়েছে তাঁর। সেটি বাংলাদেশের ইস্টার্ন ব্যাঙ্কে ১ কোটি ৫০ লাখ টাকার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা)।

Advertisement

নির্বাচনী প্রচারের মাঝেই দু’দিনের জন্য দুবাই গিয়েছিলেন শাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাঁর ফ্র্যাঞ্চাইজ়ি ফরচুন বরিশালের প্রচারের জন্য। যদিও আঙুলের চোটের জন্য এ বার তাঁকে দেখা যাবে না ২২ গজের লড়াইয়ে। একই কারণে খেলতে পারছেন না ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন