Cricket Record

টি-টোয়েন্টি ক্রিকেটে নজির মাহেদির, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ক্রিকেটার

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেটে বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ভাল পারফরম্যান্স ছিল হরভজন সিংহের। বুধবার তাঁর রেকর্ড ভাঙলেন বাংলাদেশের অফস্পিনার মাহেদি হাসান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২১:২০
Share:

মাহেদি হাসান। ছবি: এক্স (টুইটার)।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হরভজন সিংহের একটি রেকর্ড ভেঙে গেল বুধবার। নতুন নজির গড়লেন বাংলাদেশের মাহেদি হাসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার। তাতেই হয়েছে নতুন নজির।

Advertisement

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বুধবার মুখোমুখি দু’দল। এই ম্যাচে বাংলাদেশের সফলতম বোলার মাহেদিই। তাঁর দাপটে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩২ রান তুলতে পেরেছে। প্রেমদাসা স্টেডিয়ামে সফরকারী দলগুলির বোলারদের মধ্যে এত দিন সেরা পারফরম্যান্স ছিল হরভজনের। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোর এই মাঠে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন হরভজন। মাহেদি তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন বুধবার।মাহেদি প্রেমদাসা স্টেডিয়ামে বিদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা পারফরম্যান্স করলেন।

প্রেমদাসা স্টেডিয়ামে ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স দখলে রয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গার। তিনি ২০২১ সালে ভারতের বিরুদ্ধে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তাঁর রেকর্ড অক্ষতই থাকল।

Advertisement

মাহেদি ছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ভাল বল করেছেন। ১৭ রানে ১ উইকেট অভিজ্ঞ জোরে বোলারের। ১০ রানে ১ উইকেট শামিম হোসেনের। তিনি ২ ওভার বল করেছেন। শ্রীলঙ্কার সফলতম ব্যাটার পাথুম নিশঙ্কা করেছেন ৩৯ বলে ৪৬। দাসুন শনাকার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement