Karun Nair

আট বছর পর টেস্টে ফিরেই দলবদল করুণ নায়ারের! কোথায় যাচ্ছেন ভারতীয় দলের ব্যাটার?

গত ঘরোয়া মরসুমের অন্যতম সেরা দল বিদর্ভ। তাদের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল করুণ নায়ার এবং জিতেশ শর্মার। দু’জনেই আর বিদর্ভের হয়ে খেলতে চান না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১২:০১
Share:

করুণ নায়ার। ছবি: এক্স (টুইটার)।

বিদর্ভের হয়ে আর ঘরোয়া ক্রিকেট খেলবেন না করুণ নায়ার। বিদর্ভ ছাড়তে চলেছেন জিতেশ শর্মাও। দু’জনেই নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুই ক্রিকেটারের সিদ্ধান্তে দুর্বল হতে পারে গত মরসুমে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা দল।

Advertisement

করুণ আদতে কর্নাটকের ক্রিকেটার। জিতেশ বডোদরার। তাঁরা আবার নিজেদের রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিদর্ভ ক্রিকেট সংস্থাকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তাঁরা। বিদর্ভের হয়ে ভাল পারফরম্যান্স করেই আট বছর পর জাতীয় দলে ফিরেছেন করুণ। তবু তিনি ফিরে যেতে চাইছেন নিজের রাজ্যে। গত মরসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেন ৮৬৩ রান, যা ছিল প্রতিযোগিতার চতুর্থ সর্বোচ্চ। এ ছাড়াও বিজয় হজারে ট্রফিতে ৭৭৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। পরিবারের সঙ্গে থাকার জন্যই আবার কর্নাটকের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছরের ব্যাটার। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও জানিয়েছে, করুণ আগামী মরসুমে আবার তাদের হয়ে খেলবেন। উল্লেখ্য, গত মরসুমে বিজয় হজারে ট্রফিতে বিদর্ভকে নেতৃত্ব দেন করুণ।

জিতেশের ফেরার খবর নিশ্চিত করেছে বডোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনও। দু’-এক দিনের মধ্যেই তাঁর ট্রান্সফার সংক্রান্ত সব কাজ শেষ হয়ে যাবে। গত মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের অধিনায়ক ছিলেন ৩১ বছরের জিতেশ। তবে বিজয় হজারে ট্রফিতে তেমন সাফল্য পাননি। খেলেননি রঞ্জি ট্রফিও। এ বারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অবশ্য বেশ ভাল খেলেছেন। তাঁর বিদর্ভ ছাড়ার সিদ্ধান্তও ব্যক্তিগত বলে জানা গিয়েছে। আগামী মরসুমে তিনি ঘরোয়া ক্রিকেটে সব ধরনের ম্যাচই খেলবেন।

Advertisement

গত মরসুমে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। বিজয় হজারে ট্রফিরও ফাইনালে ওঠে তারা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাদের লড়াই শেষ হয় কোয়ার্টার ফাইনালে। এমন সফল মরসুমের পর দুই সিনিয়র ক্রিকেটারের দল ছাড়ার সিদ্ধান্ত কিছুটা দুর্বল করতে পারে বিদর্ভকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement