FIFA Club World Cup 2025

মেসির নজিরের ম্যাচে ক্লাব বিশ্বকাপে প্রথম জয় মায়ামির, পোর্তোকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলেন লিয়োরা

লিয়োনেল মেসির বাঁ পায়ের জাদু ক্লাব বিশ্বকাপে প্রথম জয় এনে দিল ইন্টার মায়ামিকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের ক্লাব পোর্তোকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকল মায়ামি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১১:০০
Share:

লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

ক্লাব বিশ্বকাপের ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পেল লিয়োনেল মেসির ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে পোর্তোকে হারালেন মেসিরা। এই ম্যাচে মায়ামির হয়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে হেরে গিয়েছে মেসির প্রাক্তন ক্লাব প্যারিস সঁ জরমঁ।

Advertisement

কনকাকাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসাবে ইউরোপের কোনও ক্লাবের বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপে জয় পেল মায়ামি। ম্যাচে পোর্তোর দাপট থাকলেও সুযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়েছেন মেসিরা। ৮ মিনিটের মাথাতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় পোর্তো। এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের ক্লাবটি।

ম্যাচের রং বদলে যায় দ্বিতীয়ার্ধের ৪৭ থেকে ৫৪ মিনিটের মধ্যে। প্রথমে তেলেস্কো সেভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। ৫৪ মিনিটের মাথায় ঝলসে ওঠে মেসির বাঁ পা। বক্সের বাইরে মেসিকে ফাউল করেন পোর্তোর এক ডিফেন্ডার। এলএম টেন নিজেই ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। মায়ামির হয়ে ৬১তম ম্যাচে ৫০টি গোল করে ফেললেন তিনি। পেশাদার ফুটবলজীবনে এই নিয়ে সরাসরি ফ্রিকিক থেকে ৬৮তম গোল করলেন মেসি। এ ক্ষেত্রে তাঁর থেকে এগিয়ে রয়েছেন দুই ব্রাজিলীয় জুনিনিয়ো (৭৭) এবং পেলে (৭০)।

Advertisement

এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে প্রিকোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল মায়ামি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসিরা। শীর্ষে থাকা পালমেরাসেরও ২ ম্যাচে ৪ পয়েন্ট। গোল পার্থক্য পিছিয়ে রয়েছে মায়ামি। অন্য ম্যাচে পালমেরাস ২-০ ব্যবধানে হারিয়েছে আল আহলিকে। আতলেতিকো মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে সিয়াটেল সাউন্ডার্সকে। ক্লাব বিশ্বকাপের লড়াইয়ে হেরে গিয়েছে পিএসজি। ব্রাজিলের বোটাফোগোর কাছে ০-১ ব্যবধানে হারতে হয়েছে ফ্রান্সের অন্যতম সেরা ক্লাব পিএসজিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement