Under-19 Cricket World Cup 2026

ছোটদের বিশ্বকাপে কেন ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ সহ-অধিনায়ক? ৮ ঘণ্টা পর ব্যাখ্যা দিল বিসিবি

শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। সেখানেই টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। তা নিয়ে বিতর্ক হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২১:২৫
Share:

বাংলাদেশের সহ-অধিনায়ক জ়াওয়াদ আবরার (বাঁ দিকে) ও ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। ছবি: এক্স।

বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। সেখানেই টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। তা নিয়ে বিতর্ক হয়েছে। বাংলাদেশের অধিনায়ক কেন ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলাননি তা বিবৃতি দিয়ে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

শনিবার বেলা সাড়ে ১২টায় হয় টস। তার ৮ ঘণ্টা পরে বিবৃতি দেয় বিসিবি। তাতে বলা হয়েছে, “অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে টসের পর একটি দুঃখজনক ও অনিচ্ছাকৃত ঘটনা ঘটেছে। অসুস্থতার কারণে অধিনায়ক আজিজুল হাকিম টস করতে যেতে পারেননি। সহ-অধিনায়ক জ়াওয়াদ আবরার তাঁর প্রতিনিধি হিসাবে টস করতে গিয়েছিলেন। বিসিবি পরিষ্কার করে দিতে চায়, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। কারণ ক্রিকেটের সংস্কৃতি ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে মৌলিক শর্ত। এই বিষয়ে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সঙ্গে ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মাঠ ও মাঠের বাইরে ক্রিকেটের সংস্কৃতি রক্ষার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়বদ্ধ।”

Advertisement

এমনিতেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে আসার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনোভাব থেকে পরিষ্কার, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে চাইছে না তারা। শনিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছিল বিসিবি কর্তাদের। তার পরে একটি বিবৃতি দেয় তারা। সেখানে লেখা, “আলোচনার সময় বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে, বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিয়েও বোর্ড উদ্বিগ্ন। পাশাপাশি সমর্থকদের নিরাপত্তা নিয়েও চিন্তিত বোর্ড।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে প্রত্যেকে আগ্রহ দেখিয়েছেন। বিসিবি প্রস্তাব দিয়েছে, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখা হোক। শ্রীলঙ্কায় সব ম্যাচ হলে ক্রিকেটের সরঞ্জাম নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।”

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে। সেখানকার বাকি চার দল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, নেপাল ও ইটালি। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, বাংলাদেশ চাইছে গ্রুপ বি-তে যেতে। সেখানে তিন নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। তাদের সঙ্গে জায়গা বদল করতে চাইছে বাংলাদেশ। যদি তেমনটা হয়, তা হলে নতুন গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জ়িম্বাবোয়ে ও ওমানের বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায় রয়েছে। বাংলাদেশের এই প্রস্তাবের নেপথ্যে সেই কারণও রয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement