Team India

টেস্ট দলেও কি এ বার সুযোগ পাবেন রিঙ্কু, তিলক? আগামী প্রজন্ম তৈরির কাজ শুরু করে দিল বোর্ড

রিঙ্কু এবং তিলককে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে দেখা গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হয়তো সুযোগ পাবেন না তাঁরা। কিন্তু আগামী দিনের জন্য রিঙ্কুদের তৈরি হওয়ার বার্তা দিয়ে রাখল বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১২:২৮
Share:

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলছে ভারত এ দল। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের দলে ডাক পেলেন রিঙ্কু সিংহ এবং তিলক বর্মা। বোর্ড দল ঘোষণা করতেই আগামী প্রজন্ম তৈরির ইঙ্গিত পাচ্ছেন অনেকে।

Advertisement

রিঙ্কু এবং তিলককে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে দেখা গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হয়তো সুযোগ পাবেন না তাঁরা। কিন্তু আগামী দিনের জন্য রিঙ্কুদের তৈরি হওয়ার বার্তা দিয়ে রাখল বোর্ড। রঞ্জি ট্রফি নয়, রিঙ্কু এবং তিলককে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলতে পাঠানো হল। রিঙ্কুকে শুধু তৃতীয় ম্যাচের জন্য রাখা হলেও তিলককে দু’টি ম্যাচের দলেই রাখা হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে থাকা ওয়াশিংটন সুন্দর এবং আরশদীপ সিংহকেও বেসরকারি টেস্টের দলে রাখা হয়েছে। ভারত এ দলের অধিনায়ক হিসাবে থাকছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। সেই সঙ্গে বাংলার আকাশ দীপকেও দলে রাখা হয়েছে। এই দুই বেসরকারি টেস্ট দলে রাখা হয়নি শ্রীকর ভরতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়েছে তাঁকে। সেই কারণেই ভারত এ-র হয়ে খেলতে পারবেন না তিনি।

Advertisement

দ্বিতীয় ম্যাচের দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পটীদার, সরফরাজ খান, তিলক বর্মা, কুমার কুশাগ্র, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার, আরশদীপ সিংহ, তুষার দেশপাণ্ডে, বিদ্দাথ কাবেরাপ্পা, উপেন্দ্র যাদব, আকাশ দীপ এবং যশ দয়াল।

তৃতীয় ম্যাচের দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পটীদার, সরফরাজ খান, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, কুমার কুশাগ্র, ওয়াশিংটন সুন্দর, শামস মুলানি, আরশদীপ সিংহ, তুষার দেশপাণ্ডে, বিদ্দাথ কাবেরাপ্পা, উপেন্দ্র যাদব, আকাশ দীপ এবং যশ দয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন