আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।
অস্ট্রেলিয়া সিরিজ়ে ব্যর্থতার পর জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে কড়া ফতোয়া জারি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই ফতোয়া দেখা যাবে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
সব দলের ম্যানেজারকে নিয়ে গত ১৮ তারিখ বৈঠক করে বোর্ড। সেখানেই নিয়মগুলি জানিয়ে দেওয়া হয়। তা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
বলা হয়েছে, দলের ক্রিকেটারেরা শুধু টিম বাসেই যাতায়াত করতে পারবেন। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অনুমতি নেই। দরকারে দল দু’টি ভাগে ভাগ হয়ে যাতায়াত করতে পারে।
ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের পরিবারের সদস্যেরা অনুশীলনের দিনেও সাজঘরে ঢুকতে পারবেন না। ম্যাচের দিন তো নয়ই। শুধু পরিচয়পত্র থাকা কর্মীরা সাজঘরে ঢুকতে পারবেন।
ক্রিকেটারদের পরিবারের সদস্য এবং বন্ধুরা আলাদা গাড়িতে যাতায়াত করতে পারবেন। দলের অনুশীলন দেখতে পারবেন হসপিটালিটি এলাকায় বসে। বাড়তি সাপোর্ট স্টাফদের (থ্রোডাউন বিশেষজ্ঞ, নেট বোলার) পরিবারের সদস্যদের জন্য আগে থেকে বোর্ডের অনুমতি নিতে হবে।
এ ছাড়া, ম্যাচের দিন ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা মাঝের পিচে করা যাবে না। সাধারণত ম্যাচ শুরুর ঠিক আগে আসল পিচে ফিজিয়োরা ফিটনেস পরীক্ষা করান। তা আর করা যাবে না।
আরও জানানো হয়েছে, ক্রিকেটারদের বেগনি টুপি এবং কমলা টুপি অন্তত দু’টি ওভার পরতে হবে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনও ক্রিকেটার হাতকাটা জার্সি পরে আসতে পারবেন না। প্রথম বার সতর্ক করা হবে। দ্বিতীয় বার জরিমানা করা হবে।
আগামী ২০ মার্চ মুম্বইয়ে সব দলের অধিনায়ককে নিয়ে বোর্ড একটি বৈঠক ডেকেছে। সাধারণত এই বৈঠক প্রথম ম্যাচের আয়োজক দলের শহরে হয়। এ বার সেটা হচ্ছে না।