IPL 2025

আইপিএলের পরই অবসর ধোনির? সঞ্জুর কথায় জল্পনা, কী বললেন রাজস্থানের অধিনায়ক?

আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে চেন্নাইয়ে পৌঁছেই অবসরের জল্পনা মহেন্দ্র সিংহ ধোনি নিজেই উস্কে দিয়েছিলেন। সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন সঞ্জু স্যামসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৭:২১
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনির অবসরের জল্পনা উস্কে দিলেন সঞ্জু স্যামসন। আসন্ন আইপিএলের জন্য একটি বিজ্ঞাপনে এক সঙ্গে দেখা যাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ককে। সেই বিজ্ঞাপনের শুটিংয়ের একংশের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা ধোনির অবসরের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

Advertisement

বিজ্ঞাপনে ধোনিকে চেন্নাইয়ের এবং সঞ্জুকে রাজস্থানের জার্সিতে দেখা গিয়েছে। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দু’জনকে কথা বলতে দেখা যাচ্ছে। তাতেই সঞ্জুকে বলতে শোনা গিয়েছে, ‘‘আইপিএল থেকে আপনি চলে যাওয়ার আগে...।’’ আর কোনও কথা শোনা যায়নি। এর থেকেই ধোনির অবসর ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে কি এ বারের আইপিএল খেলে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাবেন ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক?

গত ২৬ ফেব্রুয়ারি আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার জন্য চেন্নাইয়ে পৌঁছে অবসরের জল্পনা নিজেই উস্কে দিয়েছিলেন ধোনি। তাঁর টি-শার্টের লেখা ঘিরে তৈরি হয় জল্পনা। কালো টি-শার্টের উপর সাদা রং দিয়ে সাঙ্কেতিক ভাষায় (মোর্স কোড, টেলিগ্রামে ব্যবহার করা হত) একটি বাক্য লেখা ছিল। যার অর্থ ‘শেষ বারের মতো’।

Advertisement

৪৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটার অবসর নেবেন কিনা, তা তিনিই ঠিক করবেন। শেষ বার হলেও আগামী আইপিএলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ধোনি। বয়সের কথা ভেবে খানিকটা হালকা ব্যাটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এত দিন তাঁর ব্যাটের ওজন হত ১২৫০ গ্রাম থেকে ১৩০০ গ্রাম। এ বার ধোনি হুবহু একই আকারের ব্যাট নিয়ে খেলবেন। তবে তার ওজন হবে ১২৩০ গ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement