BCCI forms new committee

পদপিষ্ট-কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে মরিয়া ভারতীয় বোর্ড, গঠিত হল তিন সদস্যের কমিটি, ১৫ দিনের মধ্যে নির্দেশিকা

আইপিএল জয়ের পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। সেই ঘটনার পরেই জানানো হয়েছিল নতুন নির্দেশিকা তৈরি করার কথা। তার জন্য তিন সদস্যের কমিটি গড়েছে বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ২৩:০৫
Share:

পদপিষ্টের ঘটনার পর ছড়িয়ে রয়েছে জুতো। ছবি: পিটিআই।

আইপিএল জয়ের পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে জয়ের উৎসব করতে গিয়েছিল বেঙ্গালুরুর আরসিবি। বিশৃঙ্খলা এবং ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। সেই ঘটনার পরেই জানানো হয়েছিল নতুন নির্দেশিকা তৈরি করার কথা। তার জন্য তিন সদস্যের কমিটি গড়েছে বোর্ড।

Advertisement

শনিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই এই কমিটি গঠনের কথা জানানো হয়। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া রয়েছেন কমিটির মাথায়। তাঁর সঙ্গে থাকবেন সহ-সভাপতি রাজীব শুক্ল এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিংহ ভাটিয়া। আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করা হবে।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, বেঙ্গালুরুতে বিজয় উৎসবে যে ঘটনা ঘটেছে, তাতে অ্যাপেক্স কাউন্সিল একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করা হবে।

Advertisement

এই বৈঠকে ঠিক হয়েছে, একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ তৈরি করা হবে, যে পাঁচ জন আম্পায়ার কোচ থাকবেন। তাঁদের কাজ হবে আম্পায়ারদের সার্বিক উন্নতি। এই পাঁচ আম্পায়ারের অবশ্যই আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকতে হবে। প্রত্যেককে প্রাক্তন হতে হবে।

একই ভাবে, তিন জন ম্যাচ রেফারিকে নিয়ে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ তৈরি করা হবে। তাঁদের কাজ হবে ম্যাচ রেফারিদের পারফরম্যান্সের উন্নতি করা।

বৃহস্পতিবার অহমদাবাদে বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২৭০ জন। মৃতদের প্রতি শোকজ্ঞাপন করা হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রতিও শোকজ্ঞাপন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement