IPL 2025

অনিশ্চিত আইপিএল? জম্মুতে পাক আক্রমণের পরেই জরুরি বৈঠকে বোর্ড, শ্রেয়সদের ধর্মশালা থেকে সরিয়ে আনার বিশেষ ব্যবস্থা

আগামী দিনে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে জরুরি বৈঠকে বোর্ড। তার মধ্যে ধর্মশালা থেকে শ্রেয়স আয়ার, লোকেশ রাহুলদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ২৩:০১
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

জরুরি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড। জম্মুতে পাক আক্রমণের পরেই বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবারের পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। আগামী দিনে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে আলোচনায় বোর্ড। তার মধ্যে ধর্মশালা থেকে শ্রেয়স আয়ার, লোকেশ রাহুলদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্ল বলেন, “উনা থেকে আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি। ধর্মশালা থেকে সকলকে সুরক্ষিত ভাবে বার করে আনার জন্যই এই সিদ্ধান্ত। ধর্মশালার ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। স্টেডিয়াম খালি করে দেওয়া হয়েছে। আগামী দিনের পরিস্থিতি বুঝে প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” সূত্রের খবর, ইতিমধ্যেই বোর্ডের কর্তারা বৈঠকে বসেছেন।

ধর্মশালায় বৃহস্পতিবার পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। সেটি বাতিল করে দেওয়া হয়েছে। জম্মুতে পাকিস্তানের আক্রমণের পরেই মাঠের আলো নিবিয়ে দেওয়া হয়। দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। এর পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

ধর্মশালায় ম্যাচ চলাকালীন জম্মুতে আক্রমণ হয়। বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বাজছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে এলাকায়।

জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তানে। সেখানে ছুটে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করা হয়েছে আলো। পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হচ্ছে সাইরেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement