Asia Cup 2025

এশিয়া কাপ নিয়ে জট কাটার ইঙ্গিত, বাংলাদেশের বৈঠকে যোগ দেবে ভারতীয় বোর্ড, তবে কোনও কর্তা যাবেন না সে দেশে!

এশিয়া কাপ নিয়ে অচলাবস্থা কাটার ইঙ্গিত দিল ভারতীয় বোর্ড। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে যোগ দিচ্ছে তারা। তবে কোনও কর্তা যাচ্ছেন না বাংলাদেশে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১১:৪৬
Share:

এশিয়া কাপের ট্রফি। — ফাইল চিত্র।

এশিয়া কাপ নিয়ে অচলাবস্থা কাটার ইঙ্গিত দিল ভারতীয় বোর্ড। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে যোগ দিচ্ছে তারা। তবে কোনও কর্তা যাচ্ছেন না বাংলাদেশে। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়া হবে। ২৪ জুলাই হবে বৈঠক।

Advertisement

ঢাকায় না যাওয়ার প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়িয়েছিল আফগানিস্তান এবং ওমান বোর্ড। তবে দুই দেশই প্রতিনিধি পাঠাচ্ছে ঢাকায়। নেপাল ভার্চুয়ালি যোগ দেবে। শ্রীলঙ্কা বোর্ড এখনও নিজের সিদ্ধান্ত জানায়নি। ভারতের প্রতিনিধিত্ব করবেন রাজীব শুক্ল।

বৈঠকে মূলত এশিয়া কাপের আয়োজন নিয়েই আলোচনা হওয়ার কথা। এ বারের প্রতিযোগিতার আয়োজক ভারত। তবে ম্যাচগুলি আমিরশাহিতে খেলা হতে পারে।

Advertisement

এই প্রথম বাংলাদেশে এসিসি-র এত বড় মাপের বৈঠক হচ্ছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম অবশ্য জানালেন, বাংলাদেশ স্রেফ বৈঠক আয়োজনে সাহায্য করছে। বিভিন্ন দেশ প্রতিনিধি না পাঠানোর ব্যাপারে তিনি মন্তব্য করেননি।

আমিনুল বলেন, “এসিসি-র বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে আমরা রাজি হয়েছি। এটা এসিসি-র অনুষ্ঠান। কারা আসছে, কারা আসছে না সেটা জেনে নিয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে।”

বুধবারই ঢাকায় পৌঁছে গিয়েছেন পাকিস্তান এবং এসিসি-র প্রধান মহসিন নকভি। তাঁকে স্বাগত জানান বিসিবি-র মুখ্য কর্তা নিজামুদ্দিন চৌধুরি। রাতে বড় নৈশভোজ হয়। বৃহস্পতিবার এবং শুক্রবার ঢাকার একটি হোটেলে বৈঠক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement