India Team for England Series

ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে, ইংল্যান্ড সফরেই বা যাবেন কারা? জানা যাবে চলতি সপ্তাহেই

ইংল্যান্ড সফরের আগে বোর্ড বেছে নেবে ভারতের নতুন টেস্ট অধিনায়ক। কবে সেই নাম ঘোষণা হবে? ইংল্যান্ড সফরের দলই বা কবে জানা যাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৭:২১
Share:

ভারতের কোচ গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও নির্বাচক প্রধান অজিত আগরকর। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ফলে ইংল্যান্ড সফরের আগে বোর্ড বেছে নেবে ভারতের নতুন টেস্ট অধিনায়ক। কবে সেই নাম ঘোষণা হবে? ইংল্যান্ড সফরের দলই বা কবে জানা যাবে? বোর্ড সূত্রে খবর, ২৪ মে, শনিবার অধিনায়ক ও ইংল্যান্ড সফরের দল ঘোষণা করা হতে পারে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার বেলা ১২টা নাগাদ ভারতের নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে ইংল্যান্ড সফরের দল ঘোষণা হবে। তবে তা সমাজমাধ্যমে জানিয়ে দেওয়া হবে, না কি আগের মতো ভারতের কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠক করে তা জানাবেন তা জানা যায়নি।

রোহিত অবসর নেওয়ার পরে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু চোট তাঁকে পিছিয়ে দিয়েছে। বোর্ড চাইছে, এমন একজনকে অধিনায়ক করতে যাঁকে সব টেস্টে পাওয়া যাবে। বুমরাহের চোটপ্রবণতা রয়েছে। তিনি নিজেও অধিনায়কের দায়িত্ব নিতে চাইছেন না। ফলে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন শুভমন গিল। তবে শুভমনের নাম নাকি এখনও চূড়ান্ত হয়নি। কারণ, পাঁচ নির্বাচকের এক জন শুভমনকে চাইছেন না। তিনি চান, শুভমন সহ-অধিনায়কই থাকুন। এই পরিস্থিতিতে তাঁর নামে সিলমোহর দিতে সময় লাগছে। বাকি থাকলেন ঋষভ পন্থ। তবে তাঁর যা সাম্প্রতিক ফর্ম তাতে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা কম।

Advertisement

রোহিত ছাড়াও বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নিয়েছেন। আগের অস্ট্রেলিয়া সফরে লাল বলের ক্রিকেট ছেড়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। অর্থাৎ, তিন সিনিয়র ক্রিকেটার ছাড়া ইংল্যান্ডে যাবে ভারতীয় দল। এই পরিস্থিতিতে রোহিত ও কোহলির বিকল্প ভাবতে হবে নির্বাচকদের। শ্রেয়স আয়ার, করুণ নায়ার, সরফরাজ় খানের দিকে নজর রয়েছে আগরকরদের। পাশাপাশি মহম্মদ শামিকে ইংল্যান্ড সফরে পাঠানো হবে কি না তা নিয়েও আলোচনা চলছে। সেই কারণেই দল বাছার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড।

ইংল্যান্ড সফর থেকেই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব শুরু হবে। তাই এই সফর খুব গুরুত্বপূর্ণ। গত বার ফাইনালে উঠতে পারেনি ভারত। তাই এ বার শুরু থেকেই পয়েন্ট বাড়িয়ে রাখতে চাইছে তারা। ইংল্যান্ডে লড়াই সহজ হবে না। সেই কারণে সব দিক ভেবে দল নির্বাচন করতে চাইছেন নির্বাচকেরা। চলতি সপ্তাহের শেষেই হয়তো জানা যাবে সেই দলে কারা সুযোগ পেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement