BCCI on Rohit Sharma

বিরাট-পর্ব রোহিতের কেরিয়ারেও! এ বার এক দিনের অধিনায়কত্বও যেতে পারে শর্মার, কী ভাবছে বোর্ড

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। দুটো ফরম্যাটে আলাদা অধিনায়ক বেছেছে বোর্ড। এ বার এক দিনের অধিনায়কত্বও যেতে পারে রোহিতের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১১:০১
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

চার বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছিল। বিরাট কোহলির হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন উঠেছিল রোহিত শর্মার হাতে। কোহলি তিনটে ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চাননি। বিশেষ করে এক দিনের দলের অধিনায়ক থাকতে চেয়েছিলেন তিনি। রোহিতও সেটাই চাইছেন। কিন্তু থাকতে পারবেন কি? টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। দুটো ফরম্যাটে আলাদা অধিনায়ক বেছেছে বোর্ড। এ বার এক দিনের অধিনায়কত্বও যেতে পারে রোহিতের।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড তিন ফরম্যাটে তিন অধিনায়কের নীতিতে বিশ্বাসী নয়। এই যুক্তি দেখিয়েই কোহলিকে এক দিনের অধিনায়কত্ব থেকে সরিয়েছিল তৎকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড। টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়কত্ব কোহলি নিজেই ছাড়েন। বিরাট-পর্বের সেই ঘটনা আরও এক বার দেখা যেতে পারে রোহিতের ক্ষেত্রে। কারণ, ২০২৭ সালের বিশ্বকাপ এখনও দু’বছর পর। তত দিনে রোহিতের বয়স আরও বাড়বে। তাঁর যা ফিটনেস ও ফর্ম, তাতে তত দিন রোহিত টানতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্বকাপের ঠিক আগে যদি নেতৃত্বে বদল করতে হয় তা হলে সমস্যা হবে দলের। সেই কারণেই আগে থেকে সিদ্ধান্ত নিতে চাইছে বিসিসিআই।

রোহিত নিজের ইচ্ছায় টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন। টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমন গিল। সেই শুভমনের হাতে উঠতে পারে এক দিনের ক্রিকেটের নেতৃত্বও। কারণ, সূর্য ভারতের টেস্ট দলে সুযোগ পান না। টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থও বাকি দুটো ফরম্যাটে প্রথম পছন্দ নন। শুভমন টি-টোয়েন্টি দলে সুযোগ না পেলেও বাকি দুটো ফরম্যাটে তিনি ‘অটোমেটিক চয়েস’। সেই সূত্রেই তিনি এগিয়ে এক দিনের দলের অধিনায়কত্বের দৌড়েও।

Advertisement

তবে এক দিনের দলের অধিনায়কত্ব নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। ২০২৭ সালের বিশ্বকাপ দু’বছর পর। তার আগে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে ১২টা এক দিনের ম্যাচ খেলবে ভারত। যে ক্রিকেটারেরা একাধিক ফরম্যাটে খেলেন তাঁদের ফর্মের দিকে নজর রয়েছে বোর্ডের। পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে টেস্ট অধিনায়ক শুভমনের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে তাদের।

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত। কিন্তু বাকি দুটো ফরম্যাট থেকে সরলেও রোহিত জানিয়ে দিয়েছেন, ৫০ ওভারের ক্রিকেট এখনও খেলবেন তিনি। স্বাভাবিক ভাবেই ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের দিকে নজর রয়েছে তাঁর। কিন্তু তত দিন বোর্ড তাঁকে সুযোগ দেবে কি না সে দিকেই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement