Mohsin Naqvi Centres India Vs Pakistan Controversy in Asia Cup 2025

মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান ভারতীয় বোর্ডের দুই প্রতিনিধি! নকভির সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়েছিল, জানাল বোর্ড

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসাবে এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে গিয়েছিলেন রাজীব শুক্ল ও আশিস শেলার। পাক বোর্ড ও এশীয় কাউন্সিলের প্রতিনিধি হিসাবে ছিলেন মহসিন নকভি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৮
Share:

ভারত-পাকিস্তান সংঘাত বেড়েই চলেছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কোনও সমাধান বার হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার পরেও ট্রফি-সমস্যার সমাধান হয়নি। নকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্ল ও শেলার।

Advertisement

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের রিপোর্টে এই কথা জানিয়েছে। বৈঠকে ঠিক কী হয়েছিল তা তাদের জানিয়েছেন বোর্ডের এক আধিকারিক। বিসিসিআই সরাসরি কিছু না বললেও মুখ খুলেছেন সেই আধিকারিক। তিনি বলেন, “শেলার জানিয়েছেন, ইতিমধ্যে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া এশীয় ক্রিকেট কাউন্সিলকে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব দেওয়া হয়নি। বিসিসিআইয়ের দাবি, এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হোক। সেখান থেকে বোর্ড সেগুলো নিয়ে নেবে। কিন্তু কোনও ইতিবাচক জবাব না পেয়ে বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন শুক্ল ও শেলার। নকভির বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।”

‘ইন্ডিয়া টুডে’ একটি রিপোর্টে জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকের শুরু থেকেই নকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন শুক্ল। ভারতকে ট্রফি না দেওয়ায় নকভির সমালোচনা করেন তিনি। শুক্ল নকভিকে মনে করিয়ে দেন যে ট্রফি তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। এই একই অভিযোগ এশিয়া কাপ শেষে করেছিলেন বোর্ডের সচিব শইকীয়াও। বৈঠকে শুক্ল স্পষ্ট করে দেন, ভদ্রভাবে ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। এশীয় ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি।

Advertisement

শুক্লের আক্রমণের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা নকভি অভিযোগ করেন, তাঁকে দীর্ঘ ক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তাঁর নিজেকে কার্টুনের মতো লাগছিল। তিনি আরও দাবি করেন, ভারতীয় দল যে তাঁর হাত থেকে ট্রফি নিতে চায় না, সেটা মৌখিক ভাবে বলা হয়েছিল। লিখিত কিছু দেওয়া হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন।

চুপ থাকেননি শুক্ল। তিনি আরও অভিযোগ শুরু করেন। সে কথা শুনে নকভি জানান, এই বৈঠকে ট্রফি-সমস্যার সমাধান হবে না। অন্য একটি বৈঠকে সেই বিষয়ে আলোচনা হবে। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হবে।

বৈঠকের শুরু থেকেই চলছিল বিতর্ক। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন জানাতে অস্বীকার করেন নকভি। জানা গিয়েছে, পরে ভারতীয় বোর্ডের প্রতিনিধি শেলারের দাবি মেনে ভারতকে শুভেচ্ছা জানাতে বাধ্য হন নকভি। পাক বোর্ডের প্রধান নকভি আলোচনার কথা বললেও ভারত প্রথমে আলোচনা করতে রাজি হয়নি। তাদের দাবি, তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে আলোচনার কোনও জায়গা নেই। তবে জানা গিয়েছে, শেষ পর্যন্ত হয়তো পাঁচ দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। তবে এখানেই থামবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। নভেম্বরে আইসিসি-র বৈঠকে নকভির বিরুদ্ধে অভিযোগ জানাবে তারা। এই বিষয়ে মনস্থির করে ফেলেছে বিসিসিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement