Rahul Dravid

Sourav Ganguly: পুরনো সতীর্থ দ্রাবিড় এ বার ভারতীয় দলের কোচ, কী বললেন বোর্ড সভাপতি সৌরভ

একসঙ্গে ভারতের ড্রেসিংরুমে বহু বছর কাটিয়েছেন। দু’জনের সম্পর্ক নিয়ে কারওর মনেই কোনও সন্দেহ নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২১:০৯
Share:

রাহুল কোচ হওয়ায় কী বললেন সৌরভ —ফাইল চিত্র

একসঙ্গে ভারতের ড্রেসিংরুমে বহু বছর কাটিয়েছেন। দু’জনের সম্পর্ক নিয়ে কারওর মনেই কোনও সন্দেহ নেই। রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ দেখতে পেয়ে তাই প্রচণ্ড খুশি বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করছেন, রাহুলের অধীনে ভারতীয় ক্রিকেট অন্য উচ্চতায় যাবে।

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার মাঝেই প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয় দ্রাবিড়ের নাম। বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে সৌরভ বলেছেন, “রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে পেরে বিসিসিআই গর্বিত। রাহুলের দুর্দান্ত ক্রিকেট জীবন রয়েছে। পাশাপাশি ক্রিকেট খেলাটার অন্যতম সেরা চরিত্র। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও (এনসিএ) অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। এনসিএ-তে থাকাকালীন একাধিক তরুণ ক্রিকেটারকে নিয়ে নাড়াচাড়া করেছে দ্রাবিড়, যারা পরবর্তী কালে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। আশা করি কোচ থাকাকালীন ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে ও।”

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দায়িত্ব শেষ হচ্ছে কোহলীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজ থেকেই আনুষ্ঠানিক ভাবে দলের দায়িত্ব নেবেন রাহুল দ্রাবিড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement