অসুস্থ ক্রিকেটারদের নিয়ে জবাব বোর্ডের। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
কানপুরে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের এক দিনের সিরিজ় চলছে। তার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার। চার জনকে ভর্তি করানো হল হাসপাতালে। তিন জন ছাড়া পেলেও একজন এখনও হাসপাতালে ভর্তি। ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তার জবাব দিয়েছে বোর্ড।
অস্ট্রেলিয়ার তরফে অভিযোগ তোলা হয়েছিল, কানপুরের হোটেলের খাবার খেয়েই সংক্রমণ হয়েছে ক্রিকেটারদের। সেখানকার খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তোলা হয়। হেনরি থর্নটন এখনও হাসপাতালে ভর্তি। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল অবশ্য এই অভিযোগ মানতে চাননি। তিনি বলেছেন, “যদি খাবার নিয়েই সমস্যা হত তা হল ভারতীয়-সহ সব ক্রিকেটারই অসুস্থ হয়ে পড়ত। কানপুরের অন্যতম সেরা হোটেল থেকে সকলকে খাবার দেওয়া হচ্ছে। ওদের খাবার খুবই ভাল। সকলেই একই খাবার খাচ্ছে। যে হেতু কয়েকজনই অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের ধারণা ওরা অন্য জায়গা থেকে সংক্রামিত হয়েছে। আমরা বিষয়টা দেখছি।”
কেন এই সমস্যা হচ্ছে তা-ও ব্যাখ্যা করেছেন রাজীব। তাঁর কথায়, “কানপুরে খুব বেশি হোটেল নেই। তাই সমস্যা হয়। পাঁচ তারা হোটেলে আমাদের ৩০০টা ঘর লাগে। সেটা এখানে নেই। দিনরাত কাজ হয় এমন কোনও বিমানবন্দরও এখানে নেই। সুযোগসুবিধা ঠিকঠাক থাকলে কোনও সমস্যা হত না।”
আইপিএলে সমস্যা হয় না। তা হলে আন্তর্জাতিক ক্রিকেটের সময়েই কেন এই সমস্যা দেখা দেয়? রাজীবের জবাব, “আইপিএলে পুরোটাই নির্ভর করে সংশ্লিষ্ট দলের উপরে। ওরাই ঠিক করে ক্রিকেটারেরা কোথায় থাকবে। এটা পুরোটাই ওদের পছন্দ। বোর্ড কোনও ভাবেই সিদ্ধান্ত নেয় না। ওরা পছন্দের হোটেল বেছে নেয়।”