Mohammed Shami

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে পারবেন শামি? জানিয়ে দিলেন জয় শাহ

গোড়ালিতে চোট রয়েছে মহম্মদ শামির। বোর্ড জানিয়েছিল তিনি যদি সুস্থ হন, তবেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে যেতে পারবেন। বোর্ড সচিব জয় শাহ জানালেন যে, শামির চোট কবে সারবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

গোড়ালির চোট নিয়েই মহম্মদ শামি বিশ্বকাপে খেলেছিলেন বলে জানা গিয়েছে। সেই চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামার কথা ভারতীয় পেসারের। জয় শাহ জানিয়ে দিলেন যে, শামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগেই সুস্থ হয়ে যাবেন।

Advertisement

শামির চোট সম্পর্কে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগেই শামি সুস্থ হয়ে যাবে। এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যায়নি ও। কয়েক দিনের মধ্যেই চলে যাবে। আমাদের বিশ্বাস আছে যে, ও সময়ের আগেই সুস্থ হয়ে উঠবে।”

দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেটে রাখা হয়নি শামিকে। তিনি খেলবেন শুধু টেস্ট সিরিজ়‌ে, যা শুরু হবে ২৬ ডিসেম্বর। অর্থাৎ শামির হাতে অনেকটাই সময় রয়েছে। তাতেও অবশ্য তিনি সেরা উঠবেন কি না, তার নিশ্চয়তা নেই। ‘ক্রিকবাজ়’-এর রিপোর্ট অনুযায়ী, শামি গোড়ালিতে চোট পেয়েছেন। বিশ্বকাপের খেলা চলাকালীন বল করার সময় ল্যান্ডিংয়ের ক্ষেত্রে অস্বস্তি হচ্ছিল শামির। তাই নিয়েই খেলে গিয়েছেন।

Advertisement

বিশ্বকাপে ২৪টি উইকেট নেন শামি। তাঁর চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না বোর্ড কর্তারা। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, মুম্বইয়ে চিকিৎসককে দেখানোর পর শামিকে পাঠানো হবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে তাঁর রিহ্যাব (সুস্থতার প্রক্রিয়া) চলবে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির চোট উদ্বেগজনক নয় বলেই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন