রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।
জল্পনা চলছিল। তা এ বার সত্যি হওয়ার পথে। অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারতের ক্রিকেট দল। এখনও ভারতীয় বোর্ড সে কথা ঘোষণা না করলও ‘নিউজ়-১৮’ জানিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। খুব তাড়াতাড়ি তা জানিয়ে দেওয়া হবে।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থাও স্থির নয়। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষার দিকটাও ভাবতে হচ্ছে বোর্ডকে। সেই কারণে এখন তারা বাংলাদেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
১৭ থেকে ৩১ অগস্ট পর্যন্ত বাংলাদেশে তিনটে এক দিন ও তিনটে টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। রিপোর্টে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড খুব তাড়াতাড়ি যৌথ ভাবে এই বিষয়ে বিবৃতি দিতে পারে। তবে এখনই সিরিজ় বাতিল বলা হচ্ছে না। আপাতত তা পিছিয়ে যাচ্ছে। পরে কোনও সময় এই সিরিজ় করা যাবে কি না তা নিয়ে আলোচনা হবে দু’দেশের ক্রিকেট বোর্ডের।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আইপিএলের সময় টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন তাঁরা। অর্থাৎ, রোহিত ও কোহলি এখন শুধু দেশের হয়ে এক দিনের ক্রিকেট খেলবেন। ভারত যদি বাংলাদেশে যেত তা হলে অগস্টের শেষে তাঁদের দেখা যেত। কিন্তু ভারত না গেলে সেই অপেক্ষা আরও বাড়বে।
বাংলাদেশের পর ভারতের এক দিনের সিরিজ় অক্টোবর মাসের ১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অর্থাৎ, বাংলাদেশ সিরিজ় না হলে রোহিত, কোহলিকে দেশের জার্সিতে দেখতে এখনও প্রায় সাড়ে তিন মাস অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। তবে এই সময়ের মধ্যে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখা যেতে পারে। সেপ্টেম্বরে এশিয়া কাপে দু’দলের মুখোমুখি হওয়ার কথা। তবে তা টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় রোহিত, কোহলি সেখানে খেলবেন না।