শতরান করার পর বেন স্টোকস। ছবি: পিটিআই।
টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন বেন স্টোকস। ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসাবে একই টেস্টে ৫ উইকেট নেওয়ার এবং শতরান করার নজির গড়লেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির আর নেই। শনিবার আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
১৮৭৭ সালে প্রথম টেস্ট খেলেছিল ইংল্যান্ড। এখনও পর্যন্ত ১০৮৮টি টেস্ট খেলেছে ইংরেজরা। ৮২ জন ক্রিকেটার টেস্টে নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ডকে। এত দিনে কেউ যা পারেননি, ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে সেটাই করে দেখালেন স্টোকস। ভারতের প্রথম ইনিংসে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। পরে ইংল্যান্ডের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৪১ রানের ইনিংস। ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসাবে একই টেস্টে ৫ উইকেট নিলেন এবং শতরান করলেন স্টোকস।
বিশ্বের পঞ্চম টেস্ট অধিনায়ক হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন স্টোকস। ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের ডেনিস অ্যাটকিনসন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৯ রান করার পাশাপাশি ৫৬ রানে ৫ উইকেট নেন। তিনিই প্রথম টেস্ট অধিনায়ক হিসাবে এই কৃতিত্ব দেখান। ১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের গ্যারি সোবার্স ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৪ রান করেন এবং ৪১ রানে ৫ উইকেট নেন। ১৯৭৭ সালে পাকিস্তানের মুস্তাক আহমেদ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১২১ রান করার পাশাপাশি ২৮ রানে ৫ উইকেট নেন। ১৯৮৩ সালে পাকিস্তানের ইমরান খান ভারতের বিরুদ্ধে ১১৭ রান করেন। দু’ইনিংসে যথাক্রমে ৯৮ রানে ৬ উইকেট এবং ৮২ রানে ৫ উইকেট নেন। পঞ্চম টেস্ট অধিনায়ক হিসাবে স্টোকসের নাম যুক্ত হল এই তালিকায়।
ইংল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসাবে একই টেস্টে শতরান করার পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নিয়েছেন স্টোকস। ইয়ান বথাম পাঁচ বার এমন কৃতিত্ব দেখিয়েছেন। এ ছাড়া টনি গ্রেগ এবং গাস অ্যাটকিনসনের এক বার করে এমন কৃতিত্ব রয়েছে।
শনিবার টেস্ট ক্রিকেটে ১৪তম শতরান করেছেন স্টোকস। লাল বলের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটি তাঁর দ্বিতীয় শতরান। এ দিনই তিনি টেস্টে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। উল্লেখ্য, দু’বছর পর টেস্টে শতরান করলেন স্টোকস।