Asia Cup 2025

জল্পনার অবসান! ৯ থেকে ২৮ সেপ্টেম্বর হবে এশিয়া কাপ ক্রিকেট, ভারত-পাকিস্তান ম্যাচ তিন বার হওয়ার সম্ভাবনা

এশিয়া কাপের দিন ঘোষণা করলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। আটটি দলকে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা। একই গ্রুপে থাকতে পারে ভারত এবং পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:১৫
Share:

—প্রতীকী চিত্র।

দীর্ঘ টালবাহানার পর এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায়। শুক্রবার এই সিদ্ধান্তের পর শনিবার এসিসি চেয়ারম্যান মহসিন নকভি সমাজমাধ্যমে জানিয়েছেন প্রতিযোগিতার দিন এবং স্থান।

Advertisement

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান— মোট আটটি দলকে নিয়ে হবে এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে চলবে প্রতিযোগিতা। গোটা প্রতিযোগিতাই হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। শনিবার নকভি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে পুরুষদের এশিয়া কাপের তারিখ নিশ্চিত করছি। ২০২৫ সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। আমরা ক্রিকেটের এক দুর্দান্ত প্রদর্শনীর জন্য অপেক্ষা করছি। প্রতিযোগিতার বিস্তারিত সূচি শীঘ্রই প্রকাশিত হবে।’’

ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকবাজ়ের প্রতিবেদনে বলা হয়েছে এশিয়া কাপের ম্যাচগুলি হতে পারে দুবাই এবং আবু ধাবিতে। আটটি দলকে দু’টি দলে ভাগ করা হবে। একই গ্রুপে রাখা হতে পারে ভারত এবং পাকিস্তানকে। তিন বার মুখোমুখি হতে পারে দু’দেশ। গ্রুপের খেলা ছাড়াও সুপার ফোর পর্বে এবং ফাইনালে দেখা হতে পারে ভারত-পাকিস্তানের। প্রতিযোগিতায় মোট ১৯টি ম্যাচ হবে। এসিসি সূত্রে খবর, গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ১৪ সেপ্টেম্বর। এ ছাড়া ১০ সেপ্টেম্বর ভারত-আমিরশাহি এবং ১৯ সেপ্টেম্বর ভার-ওমান ম্যাচ হতে পারে। ভারত এবং পাকিস্তান দু’দলই সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে, সেই ম্যাচ হবে ২১ সেপ্টেম্বর। ফাইনাল হবে সেপ্টেম্বরের শেষ রবিবার।

Advertisement

প্রতিযোগিতা অন্য গ্রুপে থাকবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং এবং আফগানিস্তান। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে সম্ভবত শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম মাঠে নামতে পারে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে। ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান মুখোমুখি হতে পারে। ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই হতে পারে। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা খেলতে পারে হংকংয়ের সঙ্গে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হতে পারে সংযুক্ত আরব আমিরশাহি। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইয়ের সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement