Mohammed Shami

তিনি আছেন, বার বার নির্বাচকদের মনে করিয়ে দিচ্ছেন ব্রাত্য শামি, কিন্তু রঞ্জির চার ম্যাচে ২০ উইকেট নিয়ে ভারতীয় দলের দরজা কি খুলবে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য মহম্মদ শামিকে বিবেচনা করা হয়নি। টেম্বা বাভুমাদের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে আবার মুখ খুললেন বাংলার জোরে বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১০:১৯
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

রঞ্জি ট্রফির চার ম্যাচে ২০টি উইকেট নেওয়ার পর বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন মহম্মদ শামি। শুক্রবার অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ১৭ জনের বাংলা দল ঘোষণা করেছে সিএবি। তাতে রয়েছে ৩৫ বছরের জোরে বোলারের নামও। ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে আবার মুখ খুলেছেন তিনি।

Advertisement

কিন্তু প্রশ্ন হল, চার ম্যাচে ২০ উইকেটের পরিসংখ্যান কি এখন ভারতীয় দলে ঢোকার জন্য যথেষ্ট? বিশেষ করে অসমের বিরুদ্ধে গত ম্যাচে শামিরা ২০ উইকেট নিতে পারেননি। এটাও তাঁর বিপক্ষে যেতে পারে। যদিও শামি ওই ম্যাচে দু’ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। কিন্তু অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজদের জায়গায় কি আদৌ শামিকে নেওয়া হবে? এর পর হার্দিক পাণ্ড্য চোট সারিয়ে উঠলে তিনি এমনিই দলে সুযোগ পাবেন।

তবে শামির মনে হয়েছে ভারতীয় দলে তাঁকে ব্রাত্য করে রাখা হয়েছে। কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকরেরা তাঁর কথা বিবেচনা করছেন না। শেষ রঞ্জি ম্যাচে অসমের বিরুদ্ধে ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর শামি ‘রেভস্পোর্টস’ ওয়েবসাইটকে বলেছেন, ‘‘আমি শুধু ক্রিকেট খেলতে পারি। দলে সুযোগ পাওয়ার বিষয়টা আমার হাতে নেই। কেন ভারতীয় দলে সুযোগ পাচ্ছি না, এটা নিয়ে ভাবতেও পারি। এর বেশি কিছু তো করার নেই।’’

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য শামিকে বিবেচনা করা হয়নি। টেস্টের পর ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে। তার আগে শামির এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কিছু দিন আগে আগরকর বলেছিলেন, শামির ফিটনেস সংক্রান্ত কোনও তথ্য তাঁদের কাছে নেই। জবাব দিয়েছিলেন বাংলার জোরে বোলারও। শুধু মুখ খুলেই থেমে থাকেননি শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভাবে উইকেট নিচ্ছেন তিনি। এ বার সাদা বলের ক্রিকেটেও খেলবেন।

আগামী আইপিএলে শামি খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। বোলিং কোচ হিসাবে পাবেন ভরত অরুণকে। ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচের স‌ঙ্গে আবার কাজ করার সুযোগ পাবেন ভেবে উত্তেজিত শামি। তিনি বলেছেন, ‘‘আবার অরুণ স্যরের সঙ্গে কাজ করতে পারব। অরুণ স্যরের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। অতীতে একসঙ্গে কাজ করে সাফল্যও পেয়েছি। আশা করছি লখনউয়ের হয়ে আমরা আগের মতোই সফল হব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement