Mohammed Shami

চেন্নাইয়ে প্রস্তুতিতে যেতে পারে বাংলা

৫০ জনের দল ঘোষণা করায় বাংলা হয়তো মোট দু’টি দল নিয়ে এই দু’টি প্রতিযোগিতা খেলবে। কারণ, প্রত্যেককেই ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৭:২৩
Share:

নজরে: বাংলার প্রাথমিক দলে রয়েছে শামির নাম। —ফাইল চিত্র।

বাংলার প্রাথমিক দল ঘোষণা করে দেওয়া হয়েছিল শুক্রবার রাতেই। মহম্মদ শামিকে রেখে ৫০ জনের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে বর্ষার মধ্যে অনুশীলনে বাধা পড়তে পারে বাংলার ক্রিকেটারদের। তাই অগস্টের মাঝামাঝি চেন্নাইয়ে উড়ে যাচ্ছে বাংলা।

সেখানে বুচিবাবু প্রতিযোগিতায় খেলবেন অনুষ্টুপ মজুমদাররা। পাশাপাশি পুদুচেরিতেও একটি প্রতিযোগিতায় বাংলার ক্রিকেটারদের খেলার কথাও রয়েছে।

৫০ জনের দল ঘোষণা করায় বাংলা হয়তো মোট দু’টি দল নিয়ে এই দু’টি প্রতিযোগিতা খেলবে। কারণ, প্রত্যেককেই ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলছিলেন, ‘‘কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে অনুশীলন করতে গেলে ইন্ডোরেই করতে হবে। তাই বাইরে প্রতিযোগিতা খেলতে যাব। চেন্নাই ও পুদুচেরিতে প্রতিযোগিতা খেলার কথা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেবে সিএবি।’’

মহম্মদ শামি কি আদৌ এই দু’টি প্রতিযোগিতায় খেলবেন? সেটা বলতে পারলেন না বাংলার কোচও। শামির নাম রয়েছে প্রাথমিক দলের তালিকায়। ইংল্যান্ড সফরেও তাঁর জায়গা হয়নি। নিজেকে ম্যাচ-ফিট রাখতে বাংলার জার্সিতে তাঁর না খেলার কোনও কারণ নেই বলেই মনে করা হচ্ছে। এ বছরের আইপিএলের পর থেকে শামিকে আর কোনও প্রতিযোগিতায় নামতে দেখা যায়নি। শোনা যাচ্ছে, দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের দলেও থাকতে পারে শামির নাম। যা শুরু হবে ২৮ অগস্ট।

এ দিকে কোচের নাম ঘোষণা করার আগেই বাংলা অনূর্ধ্ব-২৩ তাদের প্রাথমিক দল ঘোষণা করে দিল। ঋদ্ধিমান সাহার দায়িত্ব নেওয়ার কথা এই দলের। সরকারি ভাবে তাঁর নাম এখনও ঘোষণা করেনি সিএবি। তা হলে কার সঙ্গে কথা বলে অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করা হল? বাংলার নির্বাচকেরা কার সঙ্গে আলোচনা করলেন? বিষয়টি এখনও পরিষ্কার নয়। অনূর্ধ্ব-২৩ দলের কোচের নাম কবে ঘোষণা করা হয় এখনসেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন