IPL 2025

অহমদাবাদে কোহলিরা ট্রফি জিততেই বেঙ্গালুরুতে লাঠি চালাতে হল পুলিশকে, বুধবারের উৎসবের আগে চিন্তা

বিরাট কোহলিরা অহমদাবাদে ট্রফি জিতলেও সমর্থকেরা উৎসবে মেতে ওঠেন বেঙ্গালুরুতে। সেই উৎসবে এতটাই বিশৃঙ্খলা ছড়ায় যে পুলিশকে লাঠি চালাতে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১১:৩২
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

প্রথম বার আইপিএল জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আনন্দে আত্মহারা বেঙ্গালুরুর সমর্থকেরা। বিরাট কোহলিরা অহমদাবাদে ট্রফি জিততেই সমর্থকেরা উৎসবে মেতে ওঠেন বেঙ্গালুরুতে। সেই উৎসবে এতটাই বিশৃঙ্খলা ছড়ায় যে পুলিশকে লাঠি চালাতে হয়। বুধবার কোহলিরা ট্রফি নিয়ে ফিরবেন বেঙ্গালুরুতে। সেই উৎসব ঘিরেও থাকছে চিন্তা।

Advertisement

পঞ্জাব কিংসকে মঙ্গলবার রাতে ৬ রানে হারিয়ে দেয় বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ১৯০ রান করেছিলেন কোহলিরা। জবাবে পঞ্জাব থেমে যায় ১৮৪ রানে। শ্রেয়স আয়ারের দল লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যায়। কোহলিরা জিততেই সারা দেশে উৎসব শুরু হয়ে যায়। বোঝা যায় বেঙ্গালুরুর ভক্ত গোটা দেশেই রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয় বেঙ্গালুরুতেই।

বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় সমর্থকেরা উল্লাস করছিলেন। সেই সময় এসভিপি চকে গন্ডগোল হয়। সমর্থকদের উৎসবের কারণে রাস্তায় যানজট তৈরি হয়েছিল। পুলিশ সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য লাঠি চালায় বলে অভিযোগ। তাতেই গন্ডগোল হয়। অনেকে পুলিশকেই দোষ দিচ্ছেন। শান্তিপূর্ণ উৎসবে পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ।

Advertisement

বেঙ্গালুরুতে বুধবার কোহলিরা ফিরবেন। সেখানে ভিক্টরি প্যারেড হবে বলে জানিয়েছে আরসিবি। বুধবার সেই উৎসব শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। বেঙ্গালুরুর বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত চলবে ভিক্টরি প্যারেড। আশা করা হচ্ছে বিরাট সংখ্যক সমর্থক উপস্থিত হবেন এই উৎসবে।

কিছু দিন আগে ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সঁ জরমঁ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। তার পর প্যারিসে উৎসবে মেতে উঠেছিলেন সমর্থকেরা। সেই উৎসবে মানুষ এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিল যে, অসংখ্য গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। মারা যান দু’জন। পুলিশ ৫০০-র বেশি মানুষকে গ্রেফতার করে। ২২ জন পুলিশকর্মী আহত হয়েছিলেন। বেঙ্গালুরুতে যদিও মঙ্গলবার উৎসবের চেহারা এতটা মারাত্মক হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement