M Chinnaswamy Stadium

পদপিষ্টের ঘটনার পর প্রথম বার ক্রিকেট ফিরছে চিন্নাস্বামী স্টেডিয়ামে, দর্শকদের প্রবেশাধিকার থাকবে না

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনার পর প্রথম বার ক্রিকেট ফিরতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শকদের প্রবেশাধিকার থাকছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনার পর প্রথম বার ক্রিকেট ফিরতে চলেছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কর্নাটক ক্রিকেট সংস্থার প্রাক্‌ মরসুম প্রতিযোগিতা কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ট্রফির কয়েকটি খেলা হবে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শকদের প্রবেশাধিকার থাকছে না।

Advertisement

লাল বলের ক্রিকেটের প্রস্তুতি প্রতিযোগিতায় খেলবে ১৬টি দল। প্রতিযোগিতার একটি সেমিফাইনাল এবং ফাইনাল-সহ ছ’টি ম্যাচ হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। কোনও ম্যাচেই দর্শকেরা মাঠে ঢুকতে পারবেন না। খেলা হবে বন্ধ স্টেডিয়ামে। কর্নাটকের একাধিক দল ছাড়াও অংশগ্রহণ করছে মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড়ের দল। খেলার কথা অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আয়ার, হনুমা বিহারী, বিজয় শঙ্করের মতো ক্রিকেটারদের। প্রাক্‌ মরসুম প্রতিযোগিতা হলেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকতে পারে। তাই কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

গত ৪ জুনের ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১জন ক্রিকেটপ্রেমীর। অনেকে আহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্ত করছে বেঙ্গালুরু পুলিশ। নিরাপত্তার স্বার্থে এখনই চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় কোনও ম্যাচ আয়োজনের অনুমতি দিতে রাজি নন তদন্তকারীরা। আগামী আইপিএলে সম্ভবত ১৮ বছরের ঘরের মাঠে খেলতে পারবেন না বিরাট কোহলিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement