Team India

T20 World Cup 2021: বিশ্বকাপের ব্যর্থতার দায় আইপিএল-এর, বুমরার সুরেই সুর মেলালেন ভারতের বোলিং কোচ

নামিবিয়া ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যর্থতার কারণ নিয়েই প্রশ্নবাণ এল ভারতের বোলিং কোচ ভরত অরুণের দিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৯:৪৪
Share:

যশপ্রীত বুমরার পর ভরত অরুণও আইপিএলকেই দায়ী করলেন। —ফাইল চিত্র

আইপিএল-এর পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেটাই কাল হল ভারতের? যশপ্রীত বুমরার পর ভরত অরুণও সেই দিকেই ইঙ্গিত করলেন। নামিবিয়া ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যর্থতার কারণ নিয়েই প্রশ্নবাণ এল ভারতের বোলিং কোচের দিকে।

ভরত বলেন, “ছ’মাস ধরে খেলে চলেছে দলটা। কেউ বাড়ি যায়নি। আইপিএল-এর প্রথম পর্বের পর একটু বিশ্রাম পেয়েছিল ওরা। জৈব দুর্গে আটকে রয়েছে ছ’মাস ধরে। আইপিএল এবং টি২০ বিশ্বকাপের মাঝে একটু বিশ্রাম পেলে ছেলেদের জন্য ভালই হত।”

Advertisement

এ বারের প্রতিযোগিতায় টস বড় ভূমিকা নিয়েছে। তাতে বেশ চটেছেন ভরত। তিনি বলেন, “টস খুব বড় ভূমিকা নিয়েছে। এই ধরনের ম্যাচে টস এত বড় ভূমিকা নিলে খুব মুশকিল হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে টস বড় ভূমিকা নিলে অসুবিধা হয়।”

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ভারতীয় দল একাধিক স্পিনার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এলেও, দলে নেওয়া হয়নি যুজবেন্দ্র চহালকে। ভরত বলেন, “এটা নির্বাচকদের ব্যাপার। আমাদের যে দল দেওয়া হবে, সেটা নিয়েই খেলতে হবে।”

Advertisement

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের জন্য জৈব দুর্গের মধ্যে থাকার ক্লান্তিকেই দায়ী করেছিলেন বিরাট কোহলী। সেই সঙ্গে মেনে নিয়েছিলেন তাদের বিরুদ্ধে ‘সাহসী’ ক্রিকেট খেলতে পারেনি দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement