Sunrisers Hyderabad

Brian Lara: লারা, স্টেন, মুরলীধরন! কোচিং দল ঢেলে সাজাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ

এ বারের আইপিএল-টা খুবই খারাপ গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। লিগ তালিকায় সবার শেষে ছিল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৭:৩৪
Share:

লারা, স্টেন হায়দরাবাদের নতুন বিশেষজ্ঞ কোচ। ফাইল ছবি

২০১৬ সালে খেতাব জিতেছিল তারা। পরের চার বছর প্লে-অফে গিয়েছিল। মাঝে ২০১৮-য় এক বার রানার্সও হয়েছে। কিন্তু এ বারের আইপিএল-টা খুবই খারাপ গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। লিগ তালিকায় সবার শেষে ছিল তারা।

Advertisement

আগামী মরসুমের আইপিএল-এর আগে দলের খোলনলচে বদলে ফেলা শুরু করে দিল সানরাইজার্স। বৃহস্পতিবারই ব্যাটিং কোচ হিসেবে ব্রায়ান লারাকে নিয়োগ করল তারা। শুধু তাই নয়, পেস বোলিং কোচ হিসেবে আনা হয়েছে ডেল স্টেনকে। স্পিন বোলিং কোচ হয়েছেন মুথাইয়া মুরলীধরন। ক্রিকেটার খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে। পাশাপাশি ফিল্ডিং কোচও বাদানি।

দলের কোচ হিসেবে থাকছেন টম মুডি। তাঁর সহকারী হিসেবে কাজ করবেন সাইমন কাটিচ। আগামী বছর ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম। তার আগে অধিনায়ক কেন উইলিয়ামসন, আবদুল সামাদ এবং উমরান মালিককে ধরে রাখা হয়েছে। ডেভিড ওয়ার্নার, রশিদ খানদের ছেড়ে দিয়েছে তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন