IPL 2025 Closing Ceremony

আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে সম্মান জানাবে বোর্ড, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকবেন তিন বাহিনীর প্রধান

আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে সম্মান জানাবে ক্রিকেট বোর্ড। অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৬:৪০
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর জন্য সেনাবাহিনীকে সম্মান জানাবে ক্রিকেট বোর্ড। আগামী ৩ জুন অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালের আগে হবে সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই ভারতীয় সেনাকে সম্মান জানানো হবে। উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধান।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া এই কথা জানিয়েছেন। তিনি বলেন, “দেশকে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী অপারেশন সিঁদুর-এর মাধ্যমে যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড কুর্নিশ করে। তাই আমরা ঠিক করেছি আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে সম্মান জানাব।”

শইকীয়া আরও জানিয়েছেন, ফাইনালে তিন বাহিনির প্রধান ছাড়াও ভারতীয় সেনার অনেক আধিকারিক উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠান সেনাকে মাথায় রেখে সাজানো হয়েছে। তিনি বলেন, “ক্রিকেটের প্রতি ভারতীয়দের আবেগ খুব বেশি। কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সুরক্ষার প্রসঙ্গ আসে তখন তার থেকে বড় কিছু হতে পারে না।” তবে ফাইনালের অনুষ্ঠানে বিনোদন জগতের কোনও তারকাকে দেখা যাবে কিনা সে বিষয়ে কিছু জানাননি বোর্ড সচিব।

Advertisement

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়। জঙ্গিদের হাতে অন্তত ২৬ পর্যটকের মৃত্যু হয়। সেই হামলার জবাব ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়। তার পর কয়েক দিন সীমান্ত উত্তপ্ত ছিল। পাকিস্তানও ভারতের পাল্টা ড্রোন হামলা করে। এই উত্তাপের মাঝে বন্ধ করে দেওয়া হয় আইপিএল।

এক সপ্তাহ বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে। এক সপ্তাহ বন্ধ থাকায় পিছিয়ে গিয়েছে আইপিএলের ফাইনাল। প্রথমে ঠিক ছিল, কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল হবে। পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অহমদাবাদে। নতুন করে আইপিএল শুরু হওয়ার পর প্রত্যেকটা ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে মাঠে। প্রতিটা মাঠে সেনাবাহিনিকে ধন্যবাদ জানানো হচ্ছে। ফাইনালেও সেই ছবিই দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement