India vs England 2025

ওভাল টেস্টে চতুর্থ দিনের খেলায় জল ঢালবে আবহাওয়া? কী বলছে পূর্বাভাস

লন্ডনের আকাশের দিকে তাকিয়ে রয়েছে ভারত এবং ইংল্যান্ড দু’দলই। ওভাল টেস্টের ফলাফল হওয়া একরকম নিশ্চিত। বিঘ্ন ঘটাতে পারে একমাত্র প্রকৃতি। আবহাওয়ার পূর্বাভাসে চোখ ক্রিকেটপ্রেমীদেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১১:৩১
Share:

রবিবার বৃষ্টির পূর্বাভাস ওভালে। —ফাইল চিত্র।

ভারত-ইংল্যান্ড ওভাল টেস্ট নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। এই সিরিজ়ের ফলাফল হওয়া নিশ্চিত। তার উপর নির্ভর করবে সিরিজ়ের ফলাফলও। শুভমন গিলেরা জিতলে সিরিজ় ড্র হবে। ইংল্যান্ড টেস্ট ড্র করলেও সিরিজ় জিতবে। আর এই সব কিছুর মাঝে রয়েছে লন্ডনের আবহাওয়া, যা টেস্টের প্রথম দু’দিনের খেলায় বিঘ্ন ঘটিয়েছে। রবিবারও তাই আকাশের দিকে চোখ থাকছে দু’শিবিরের।

Advertisement

ওভাল টেস্টের বাকি দু’দিন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩২৪ রান। ভারতের ৮ উইকেট। কারণ ক্রিস ওকস কাঁধে গুরুতর চোট পাওয়ায় ব্যাট করতে পারবেন না। সাধারণ ভাবে ম্যাচের ফলাফল না হওয়ার কারণ নেই। তবে টানটান উত্তেজনার আবহে জল ঢালতে পারে আবহাওয়া। রবিবার সারাদিনই আকাশ আংশিক মেঘলা বা ঘন মেঘ থাকতে পারে।

লন্ডনের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার লন্ডনে বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৫০ শতাংশের কাছাকাছি। বিশেষ করে দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টা (ভারতে বিকাল সাড়ে ৫টা) পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই সময় পর্যন্ত লন্ডনে বৃষ্টির সম্ভাবনা ৭ থেকে ১০ শতাংশের মধ্যে। অর্থাৎ রবিবার মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত খেলায় তেমন প্রভাব ফেলবে না আবহাওয়া। তবে স্থানীয় সময় দুপুর ২টো (ভারতে সন্ধে সাড়ে ৬টা) থেকে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। পূর্বাভাস অনুযায়ী, লন্ডনে দুপুর ২টোয় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ। লন্ডনে দুপুর ৩টের (ভারতে সন্ধে সাড়ে ৭টা) সময় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। লন্ডনে বিকাল ৪টের (ভারতে সন্ধে সাড়ে ৭টা) সময় বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। লন্ডনে বিকাল ৫টার (ভারতে রাত সাড়ে ৮টা) সময় বৃষ্টির সম্ভাবনা ৫৩ শতাংশ। লন্ডনে সন্ধে ৬টার (ভারতে রাত সাড়ে ৯টা) সময় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। লন্ডনে সন্ধে ৭টার (ভারতে রাত সাড়ে ১০টা) সময় বৃষ্টির সম্ভাবনা ২২ শতাংশের মতো।

Advertisement

আবহবিদদের পূর্বাভাস মিললে মধ্যাহ্নভোজের বিরতির পর ভারত-ইংল্যান্ড ২২ গজের লড়াই বিঘ্নিত হতে পারে একাধিক বার। তাতে অবশ্য ওভাল টেস্টের ফলাফলের সম্ভাবনা শেষ হয়ে যাবে না। কারণ শুভমন এবং অলি পোপদের হাতে রয়েছে সোমবারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement