Dinesh Karthik Accuses Gautam Gambhir

গম্ভীরের নির্দেশ মানতে গিয়েই আউট পন্থ! ভারতের ব্যাটিং ধসের জন্য কোচকে দায়ী করলেন কার্তিক

ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলেতে ১৩৪ রান করে আউট হয়েছেন ঋষভ পন্থ। দীনেশ কার্তিকের মতে, কোচ গৌতম গম্ভীরের নির্দেশ মানতে গিয়ে আউট হয়েছেন পন্থ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২২:২৪
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

একটা সময় ৪৩০ রানে ৩ উইকেট ছিল ভারতের। সেখান থেকে ৪৭১ রানে অল আউট হয়ে যায় গোটা দল। ১৩৪ রান করে আউট হন ঋষভ পন্থ। তার পরেই ধস নামে ভারতের ব্যাটিংয়ে। পন্থের আউট হওয়া ও ভারতের ব্যাটিং ধসের জন্য কোচ গৌতম গম্ভীরকে দায়ী করেছেন দীনেশ কার্তিক।

Advertisement

ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন কার্তিক। ১৩৪ রান করে জশ টংয়ের বলে এলবিডব্লিউ হন পন্থ। তাঁর পা লক্ষ্য করে বল করছিলেন টং। কয়েকটা বল তিনি ছাড়েন। যে বলে আউট হন সেই বলেও ব্যাট চালাননি পন্থ। বল গিয়ে তাঁর প্যাডে লাগে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারতীয় ব্যাটার।

অথচ তার আগে নিজের স্বাভাবিক ছন্দে খেলছিলেন পন্থ। ব্যাট চালাচ্ছিলেন। বড় শট মারছিলেন। করুণ নায়ার আউট হওয়ার পর কোচ গম্ভীর নির্দেশ পাঠান, সাবধানে খেলার। সেটা মানতে গিয়ে আগ্রাসী ব্যাটিং থেকে সরে আসেন পন্থ। কার্তিকের মতে, সেটা করতে গিয়েই আউট হয়েছেন ভারতীয় ব্যাটার।

Advertisement

পন্থ আউট হওয়ার পর ধারাভাষ্য দিতে গিয়ে কার্তিক বলেন, “পন্থকে নির্দেশ পাঠানোর পর ও খেলার ধরন বদলে ফেলল। তার আগে ও ভয়ডরহীন ক্রিকেট খেলছিল। কিন্তু আমার মনে হয়, ওকে সাবধানে খেলার নির্দেশ পাঠানো ঠিক হয়নি। এতে ও চাপে পড়ে গেল। তাতেই আউট হয়ে গেল।”

কার্তিকের মতে, কোচের বোঝা উচিত কখন নির্দেশ পাঠাতে হবে। নইলে দলেরই ক্ষতি হবে। তিনি বলেন, “কোচকে বুঝতে হবে, কখন নির্দেশ পাঠানো উচিত। সব ব্যাটারকে নির্দেশ দেওয়া উচিত নয়। স্বাভাবিক খেলতে দেওয়া উচিত। নির্দেশ দিলে তাদের উপর চাপ পড়ে। পন্থও তাদের দলেই পড়ে। পন্থ আউট হওয়ার পর পুরো দল অল আউট হয়ে গেল। এর দায় কে নেবে?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement