Rohit Sharma and Virat Kohli

রোহিত-কোহলিদের নিয়ে মাতামাতি সত্ত্বেও অস্ট্রেলিয়া বোর্ডের ক্ষতি ৬২ কোটি টাকা! কেন?

এক দিনের সিরিজ় ঘিরে কিছু দিন আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনা দেখেছে অস্ট্রেলিয়া। তবু গত অর্থবর্ষে আবার ক্ষতির সামনে পড়ল সে দেশের বোর্ড। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৬:১৩
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

এক দিনের সিরিজ় ঘিরে কিছু দিন আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনা দেখেছে অস্ট্রেলিয়া। তবু গত অর্থবর্ষে আবার ক্ষতির সামনে পড়ল সে দেশের বোর্ড। যে হিসাব পেশ করা হয়েছে, সেখানে ৬২ কোটি টাকার ক্ষতি দেখানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভায় এই হিসাব পেশ করা হয়। সার্বিক ভাবে বোর্ডের আয় বেড়েছে। গত অর্থবর্ষে তাদের আয় হয়েছে ২৬৪৬ কোটি টাকা। সম্প্রতি নতুন ঘরোয়া সম্প্রচার স্বত্ব এবং ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় বেড়েছে। এই সময়ের মধ্যে ভারত সে দেশে গিয়ে পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফি খেলেছে। তবে আন্তর্জাতিক সফরের কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন দলকে বিদেশে থাকতে হয়েছে বাড়তি ৭০ দিন। তাই খরচ বেড়েছে ১৪০ কোটি টাকা। এই কারণেই ক্ষতির সামনে পড়েছে তারা।

বিভিন্ন প্রদেশকে যে পরিমাণ অর্থ দেওয়া হয় তা বিশেষ বাড়েনি। সে কারণে সমালোচনার মুখে পড়েছে বোর্ড। ক্রিকেট ভিক্টোরিয়ার চেয়ারম্যান রস হেপবার্ন বলেছেন, “আরও একটা বছর ক্ষতির সামনে পড়ল বোর্ড। সদস্য প্রদেশগুলোকেও বাড়তি কিছু দেওয়া হল না। ২০১৯ থেকে ক্ষতি হচ্ছে বোর্ডের। বিশ্বকাপ থেকে পাওয়া অর্থের পরেও কেন আমাদের ক্ষতি সামলাতে হচ্ছে?”

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ আশাবাদী। তিনি জানালেন, পরের অর্থবর্ষে নিশ্চিত ভাবেই লাভ হবে। কারণ অ্যাশেজ় রয়েছে। তার ফলে বাণিজ্যিক এবং সম্প্রচারস্বত্বের চাহিদা বাড়বে। ভারত যে সাদা বলের সিরিজ় খেলছে এখন, তার প্রভাবও পড়বে পরের অর্থবর্ষের হিসাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement