Ayodhya Ram Mandir

আরও এক ক্রিকেটারকে আমন্ত্রণ, রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’য় নিমন্ত্রণ জানানো হল কাকে?

অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আর এক ক্রিকেটার। ভারতের এক প্রাক্তন অধিনায়ক এ বার আমন্ত্রণ পেলেন। আমন্ত্রিত হয়ে উচ্ছ্বসিত তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১০:৪৪
Share:

অযোধ্যার রাম মন্দির। —ফাইল চিত্র।

সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলির পর মিতালি রাজ। চতুর্থ ক্রিকেটার হিসাবে আমন্ত্রিত হলেন অযোধ্যায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে। বৃহস্পতিবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা তাঁর মায়ের হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন।

Advertisement

প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন মিতালি। সমাজমাধ্যমে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন মিতালি নিজেই। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা যখন গিয়েছিলেন, তখন বাড়িতে ছিলেন না মিতালি। তাঁর মায়ের হাতে আমন্ত্রণপত্র দিয়ে এসেছেন তাঁরা। রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উচ্ছ্বসিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি লিখেছেন, ‘‘অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা মঙ্গলবিধির আমন্ত্রণ পেয়ে নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। আমার হয়ে মা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।’’

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছ’হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে। ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে নবনির্মিত রামমন্দির। অমিতাভ বচ্চন-সহ বলিউড অভিনেতাদের অনেকেই রয়েছেন আমন্ত্রিতের তালিকায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন