রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
ক্রিকেটার রিঙ্কু সিংহ এখন উত্তরপ্রদেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নতুন দায়িত্বে ভারতীয় ক্রিকেটার। রিঙ্কুকে সম্মান জানানোর জন্যই এই পদক্ষেপ যোগী আদিত্যনাথের বিজেপি সরকারের। যদিও রিঙ্কু বিয়ে করতে চলেছেন বিরোধী দল সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে। অখিলেশ যাদবের দলের জামাই হতে চলেছেন রিঙ্কু।
উত্তরপ্রদেশ সরকারের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য পাওয়া খেলোয়াড়দের সম্মান জানানো হয়। সেই অনুযায়ী রিঙ্কুকে সম্মান জানিয়ে শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৯৭ সালে জন্ম রিঙ্কুর। আলীগড়ের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি। রিঙ্কুর বাবা বাড়ি বাড়ি সিলিন্ডার বিলি করতেন। বাবাকে সাহায্য করতেন রিঙ্কুও। কিন্তু ক্রিকেট থেকে কখনও দূরে সরে থাকেননি তিনি। আন্তর্জাতিক স্কুল প্রতিযোগিতায় খেলে প্রথম নজর কেড়েছিলেন রিঙ্কু। জায়গা করে নেন আইপিএলে। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল খেলে জায়গা করে নেন ভারতীয় দলেও। দেশের হয়ে এখনও পর্যন্ত দু’টি এক দিনের ম্যাচ এবং ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন রিঙ্কু।
ক্রিকেট কেরিয়ারের মাঝেই ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু। বিয়ে করবেন প্রিয়াকে। সমাজবাদী পার্টির সাংসদ রিঙ্কুর বাগ্দত্তা। ১৮ নভেম্বর বারাণসীতে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। যদিও সেই সময় ভারতীয় দলের খেলা থাকায় আগামী বছর ফেব্রুয়ারিতে বিয়ে পিছিয়ে দিয়েছেন রিঙ্কু।