Rinku Singh

বিয়ের পাঁচ মাস আগেই জামাই বরণ, প্রথম বার শ্বশুরবাড়িতে কেকেআরের রিঙ্কু

বান্ধবী প্রিয়া সরোজের সঙ্গে রিঙ্কু সিংহের বিয়ে হবে আগামী ১৮ নভেম্বর। তার পাঁচ মাস আগে প্রথম বার শ্বশুরবাড়িতে পা রাখলেন টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৭:৪৮
Share:

(বাঁ দিকে) প্রিয়া সরোজ এবং সিঙ্কু সিংহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

কিছু দিন আগে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগ্‌দান হয়েছে রিঙ্কু সিংহের। তাঁদের বিয়ে হবে আগামী ১৮ নভেম্বর বারানসীতে। বিয়ের কয়েক মাস বাকি থাকতেই নতুন জামাইকে বরণ করে নিল সরোজ পরিবার।

Advertisement

বান্ধবী প্রিয়ার সঙ্গে বিয়ে হবে পাঁচ মাস পর। অথচ এর মধ্যেই জামাই আদর পেয়ে গেলেন রিঙ্কু। শুক্রবার প্রথম শ্বশুরবাড়িতে পা রাখেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। তাঁকে বরণ করে নেন শ্বশুরবাড়ির লোকজনেরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রিয়ার মা মুন্নি দেবী নিজে গোলাপের পাপড়ি ছুড়ে জামাইকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন। শাশুড়ির অভ্যর্থনায় উচ্ছ্বসিত দেখিয়েছে রিঙ্কুকে। উপস্থিত ছিলেন প্রিয়ার পরিবারের অন্য সদস্য এবং নিকট আত্মীয়েরাও। নতুন জামাইকে ঘিরে ছিল উৎসবের আবহ। রিঙ্কু শ্বশুরবাড়িতে পা দেওয়ার পর থেকে রিঙ্কুর চোখ অবশ্য খুঁজেছে হবু স্ত্রীকে। গত ৮ জুন লখনউয়ের এক হোটেলে রিঙ্কু-প্রিয়ার বাগ্‌দান অনুষ্ঠান হয়েছে। এক বন্ধুর মাধ্যমে বছর দুয়েক আগে প্রিয়ার সঙ্গে আলাপ হয়েছিল রিঙ্কুর।

রিঙ্কুর শ্বশুর তুফানি সরোজও রাজনীতিবিদ। তিনি উত্তরপ্রদেশের কেরাকাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির বিধায়ক। পড়াশোনা শেষ করার পর থেকে বাবার সঙ্গে রাজনীতি শুরু প্রিয়ার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মছলিশহর কেন্দ্র থেকে জেতে প্রিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক প্রিয়া পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০২২ সালে বাবার নির্বাচনী প্রচারে প্রথম নজর কেড়েছিলেন তিনি।

Advertisement

অন্য দিকে, রিঙ্কু প্রথম প্রচারের আলোয় এসেছিলেন ২০২৩ সালের আইপিএলে যশ দয়ালকে পর পর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে। ভারতের টি-টোয়েন্টি দলেও এখন নিয়মিত সদস্য রিঙ্কু। এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে ২০৬ রান করেছেন রিঙ্কু। দেশের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement