Vaibhav Suryavanshi

সাদা বলের সিরিজ়ে ৩৫৫ রান! লাল বলে ফিরে ব্যর্থ ভারতের বৈভব, কত রানে আউট ১৪ বছরের ব্যাটার

ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ফর্মে ছিল বৈভব সূর্যবংশী। কিন্তু লাল বলে ফিরে রান পেল না ভারতের ১৪ বছর বয়সি ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৮:৪৭
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: সমাজমাধ্যম।

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে ফর্মে ছিল বৈভব সূর্যবংশী। সিরিজ়ে ৩৫৫ রান করেছিল সে। কিন্তু লাল বলের ক্রিকেটে ফিরে ব্যর্থ ভারতীয় ক্রিকেটার। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪ করেছে সে। এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দেখতে গিয়েছিল বৈভব। জানিয়েছিল, ভারতের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখে সে। কিন্তু টেস্ট সিরিজ়ের শুরুটা ভাল হল না ভারতীয় ওপেনারের।

Advertisement

বেকেনহামে ভারত ও ইংল্যান্ডের ছোটদের মধ্যে প্রথম টেস্ট চলছে। সেখানেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা ভাল করেছিল বৈভব। তিনটে চার মেরেছিল সে। কিন্তু তার পরেই মনঃসংযোগ হারায় বৈভবের। ১৩ বলে ১৪ রান করে আউট হয় ভারতের এই উদীয়মান তারকা।

টেস্ট সিরিজ়ে আগে এক দিনের সিরিজ় পাঁচটা ম্যাচেই রান পেয়েছে বৈভব। প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ রান করেছে সে। পরের ম্যাচে করেছে ৩৪ বলে ৪৫ রান। তৃতীয় ম্যাচে আবার বিধ্বংসী ইনিংস খেলেছে ভারতের বাঁহাতি ব্যাটার। ৩১ বলে ৮৬ রান করেছে সে। চতুর্থ ম্যাচে করেছে শতরান। বৈভবের ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসে ভারত সিরিজ় জিতেছে। শেষ ম্যাচে ৪২ বলে ৩৩ রান করেছে বৈভব। এই একটা ম্যাচেই তার স্ট্রাইক রেট ১০০-এর নীচে ছিল।

Advertisement

সাদা বলের সিরিজ়ে ২০৪ বলে ৩৫৫ রান করেছে বৈভব। অর্থাৎ, গোটা সিরিজ়ে তার স্ট্রাইক রেট ছিল ১৭৪। সিরিজ়ে ৩০ চার ও ২৯ ছক্কা মেরেছে সে। কিন্তু লাল বলের সিরিজ়ে প্রথম ইনিংস ভাল গেল না তার। অথচ ভারতের হয়ে ২০২৪ সালে প্রথম অনূর্ধ্ব ১৯ টেস্টে ৫৮ বলে শতরান করেছিল বৈভব। সেই ইনিংসই তাকে পরিচিতি দিয়েছিল। এখন দেখার দ্বিতীয় ইনিংসে বৈভব রানে ফিরতে পারে কি না।

ভারতের হয়ে ভাল খেলায় আইপিএলের মেগা নিলামে বৈভবকে কেনে রাজস্থান রয়্যালস। এত অল্প বয়সেই কোটিপতি হয়েছে সে। রাজস্থানের হয়ে প্রথম মরসুমেই নজর কেড়েছে বৈভব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করেছে। এখন থেকেই তাকে ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে। তাই তার দিকে নজর রয়েছে ক্রিকেটবিশ্বের। এখন দেখার পরের ইনিংসে কেমন খেলে বৈভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement