Virat Kohli

পাকা দাড়ি-গোঁফ! আইপিএল শেষ হওয়ার দু’মাসের মধ্যেই ‘বুড়ো’ কোহলি, প্রকাশ্যে ছবি

টি-টোয়েন্টি, টেস্ট থেকে অবসর নেওয়ায় দেশের হয়ে শুধু এক দিনের আন্তর্জাতিকে দেখা যাবে বিরাট কোহলিকে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৪:৩৩
Share:

বিরাট কোহলি। ছবি: এক্স।

কিছু দিন আগে বিরাট কোহলি বলেছিলেন, তাঁকে এখন চার দিন অন্তর দাড়ি-গোঁফ রং করাতে হয়। বোঝাতে চেয়েছিলেন বয়সের কারণেই টেস্টকে বিদায় জানিয়েছেন। কোহলির সেই সাদা দাড়ি-গোঁফের ছবি প্রকাশ্যে এল।

Advertisement

কোহলি এবং অনুষ্কা শর্মা এখন অধিকাংশ সময় থাকেন লন্ডনে। আইপিএল শেষ হওয়ার পর বিরুষ্কা চলে গিয়েছেন সেখানে। সম্প্রতি শাস পটেল নামে এক অনুরাগীর সঙ্গে লন্ডনের রাস্তায় দেখা হয় কোহলির। ভক্তের সঙ্গে ছবি তোলেন। শাশ সমাজমাধ্যমে কোহলির সেই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়েছে।

হঠাৎ দেখলে চেনাই দায় কোহলিকে। শাশের পোস্ট করা ছবিতে মৃদু হাসিমুখে দেখা যাচ্ছে কোহলিকে। তবে তাঁর প্রায় সব দাড়ি-গোঁফ সাদা। গত দু’মাসে যেন এক ধাক্কায় বয়স খানিকটা বেড়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। সেই ছবি ঘিরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। কারণ এমন চেহারায় কোহলিকে আগে কখনও দেখা যায়নি। হঠাৎ করেই যেন ‘বুড়ো’ হয়ে গিয়েছেন।

Advertisement

গত আইপিএলের মাঝে ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কোহলি। কিছু দিন আগে লন্ডনে যুবরাজ সিংহের অনুষ্ঠানে গিয়ে অবসরের কারণ হিসাবে কোহলি বলেছিলেন, তাঁকে এখন চার দিন অন্তর দাড়ি গোঁফ রং করাতে হয়। যদিও কোহলির ফিটনেস নিয়ে কারও কোনও সংশয় নেই। যে কোনও তরুণ ক্রিকেটারের থেকে তিনি বেশি ফিট। আইপিএল শেষ হওয়ার দু’মাসের মধ্যে তাঁর চেহারার এই পরিবর্তনে চমকে গিয়েছেন ভক্তেরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। এখন তাঁকে দেখা যাবে শুধু এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতের জার্সি গায়ে আবার খেলতে পারেন কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement