Yuzvendra Chahal

শব্দ খরচ না করে মুক্তির বার্তা চহলের, প্রাক্তন স্ত্রীর বিয়ের ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট

বিবাহবিচ্ছেদের পর্বে যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার তিক্ততা প্রকাশ্যে এসেছে কয়েক বার। একে অপরকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। বিরোধ হয়েছে খোরপোশের পরিমাণ নিয়েও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৯:৪৪
Share:

যুজবেন্দ্র চহল। ছবি: ইনস্টাগ্রাম।

বিবাহবিচ্ছেদের পর যুজবেন্দ্র চহল নতুন সম্পর্কে জড়িয়েছেন আরজে মহওয়াশের সঙ্গে। তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা আবার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। ধনশ্রীর ইচ্ছার কথা প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে একটা ছবি পোস্ট করেছেন চহল। তাতেও বিশেষ ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

পাহাড়ি উপত্যকায় দু’হাত দু’দিকে ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন চহল। তাঁকে দেখা যাচ্ছে পিছন দিক থেকে। প্রকৃতিকে উপভোগ করছেন লেগ স্পিনার। সঙ্গে হয়তো মানসিক শান্তি খুঁজছেন। হয়তো বা তিক্ত সম্পর্ক থেকে মুক্তির আনন্দ উপভোগ করছেন। ছবির সঙ্গে চহল লিখেছেন, ‘‘মিলিয়ন ফিলিংস, জ়িরো ওয়ার্ডস।’’ অর্থাৎ, লক্ষ লক্ষ অনুভূতি থাকলেও কিছু বলতে চান না। হয়তো প্রাক্তন স্ত্রীর বিয়ের ইচ্ছার কথা জেনে পুরনো কথা মনে পড়ছে তাঁর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ধনশ্রী বলেছেন, ‘‘আমরা সকলেই জীবনে ভালবাসা চাই। কে না চায় ভালবাসা পেতে? কখনও কখনও ভালবাসাই আপনাকে এগিয়ে নিয়ে যায়। তবে আগে নিজেকে ভালবাসা দরকার।’’ তিনি আরও বলেছেন, “যদি আমার জীবনে ভাল কিছু লেখা হয়ে থাকে সেটা গ্রহণ করব না কেন? আমার বাবা-মাও চায় আমি প্রেম করি, বন্ধুরাও সেটাই চায়। কে ভালবাসা চায় না? আমরা সকলেই ভালবাসার জন্য ক্ষুধার্ত।” চহলও হয়তো প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে ভালবাসার চেষ্টা করছেন। বদলে যাওয়া জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

Advertisement

বিবাহবিচ্ছেদের পর্বে চহল-ধনশ্রীর তিক্ততা প্রকাশ্যে এসেছে কয়েক বার। একে অপরকে ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। বিরোধ হয়েছে খোরপোশের পরিমাণ নিয়েও। এখন দু’জনেই নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement