luis suarez

মাঠে, মাঠের বাইরে জুটি! অবসরেও মেসির সঙ্গে জুটি বাঁধতে চান উরুগুয়ের সুয়ারেজ়

লিয়োনেল মেসির সঙ্গে লুই সুয়ারেজ়ের বন্ধুত্বের কথা অজানা নয় ফুটবল বিশ্বের। বার্সেলোনায় শুরু হওয়া বন্ধুত্ব ক্রমশ গভীর হয়েছে। তাঁদের বন্ধুত্ব দুই পরিবারকেও একাত্ম করে তুলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৮:৫১
Share:

(বাঁ দিকে) লিয়োনেল মেসি এবং লুই সুয়ারেজ় (ডান দিকে)। ছবি: এক্স।

একা অবসর নেবেন না লুই সুয়ারেজ়। প্রিয় বন্ধু লিয়োনেল মেসির সঙ্গে অবসর নিতে চান উরুগুয়ের প্রাক্তন অধিনায়ক। বার্সেলোনার হয়ে খেলার সময় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে সুয়ারেজ় এবং মেসির। তাঁদের বন্ধুত্ব শুধু মাঠে আটকে থাকেনি। দু’জনের পরিবারের মধ্যেও ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। স্ত্রী, সন্তানেরাও জড়িয়ে গিয়েছেন বন্ধুত্বে।

Advertisement

মেসিকে একা ফুটবল মাঠে রেখে যেতে চান না সুয়ারেজ়। অনুশীলন থেকে ম্যাচ, পাশাপাশি থাকেন দু’জনে। ফুটবলের বাইরে একসঙ্গে অবসর যাপন করেন। একসঙ্গে পরিবার নিয়ে ঘুরতে যান। দিনে দিনে দু’জনের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়েছে। ফুটবল বিশ্বে মেসির সঙ্গে সুয়ারেজ়ের বন্ধুত্বের কথা কারও অজানা নয়।

এখন দু’জনেই খেলেন ইন্টার মায়ামির হয়ে। এক সাক্ষাৎকারে সুয়ারেজ় বলেছেন, মেসির সঙ্গেই ফুটবলজীবন শেষ করতে চান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দু’জনের ভবিষ্যৎ সিদ্ধান্ত পরস্পরের উপর নির্ভর করবে না। সুয়ারেজ় বলেছেন, ‘‘আমাদের দু’জনেরই যথেষ্ট বয়স হয়েছে। আমরা নিজেদের ভালটা বুঝেই সিদ্ধান্ত নেব। তবে আমি মেসির সঙ্গে অবসর নিতে চাই। আমাদের মধ্যে অনেক বার কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে। তবে বলছি না, এক সঙ্গেই অবসর নেব। সেটা হতেও পারে, আবার না-ও হতে পারে। ব্যাপারটা নির্ভর করবে আমাদের চুক্তি নবীকরণের উপর।’’

Advertisement

ইন্টার মায়ামির সঙ্গে সুয়ারেজ় এবং মেসির চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। মায়ামি কর্তৃপক্ষ মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। সুয়ারেজ়ের সঙ্গে এখনও কথা শুরু হয়নি। তা নিয়ে উরুগুয়ের ফুটবলার বলেছেন, ‘‘ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। বর্তমানে মন দিতে চাইছি। আমি সুখী এবং ভাল রয়েছি। শারীরিক ভাবে ফিট আমি। দলের জন্য পারফর্ম করতে পারছি। ক্লাব চুক্তি নবীকরণ করতে চাইলে সমস্যা হবে না। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, মায়ামি আরও ক্লাব হয়ে উঠুক। চাইব সেরা ফুটবলারেরা এই ক্লাবের হয়ে খেলতে আসুক। মেজর লিগ সকার আরও বড় হোক।’’

মেসির সঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও আপাতত সুয়ারেজ়ের লক্ষ্য মায়ামিকে চ্যাম্পিয়ন করা। মেসির সঙ্গে জুটিতে প্রতিপক্ষ দলগুলোকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।

ফুটবলজীবনের অভিজ্ঞতা থেকে সুয়ারেজ় বলেছেন, ‘‘ফুটবলে পরিকল্পনা সব সময় সফল হয় না। অনেক কিছু পরিকল্পনা মতো হয়। আবার অনেক কিছু হয় না। তাই ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে থাকতে পছন্দ করি। মরসুম শেষ হলে ভাবা যাবে, কী হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement