(বাঁ দিকে) সঞ্জু স্যামসন এবং রবীন্দ্র জাডেজা (ডান দিকে)। —ফাইল চিত্র।
জল্পনার অবসান। চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে আর দেখা যাবে না রবীন্দ্র জাডেজাকে। ১৬ বছর পর নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসে ফিরে যাচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর পরিবর্তে রাজস্থান থেকে চেন্নাইয়ে আসছেন সঞ্জু স্যামসন।
আইপিএল কর্তৃপক্ষ সরকারি ভাবে জানিয়ে দিল জাডেজা এবং সঞ্জুর দলবদলের কথা। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সঞ্জু স্যামসন এ বার চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করবেন। ১৮ কোটি টাকায় চেন্নাইয়ে যোগ দিয়েছেন সঞ্জু। বাণিজ্যিক চুক্তি অনুযায়ী চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিচ্ছেন রবীন্দ্র জাডেজা। তাঁর আইপিএল বেতন ১৮ কোটি টাকা থেকে কমে ১৪ কোটি টাকা হচ্ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকেও ছেড়ে দিয়েছে চেন্নাই। তিনি ২ কোটি ৪০ লাখ টাকায় যোগ দিচ্ছেন রাজস্থানে।’’
রাজস্থানের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সঞ্জু। ২০২১ সালে তাঁকে অধিনায়ক করা হয়। চোটের জন্য গত মরসুমে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। ৯টি ম্যাচ খেলে করেছিলেন ২৮৫ রান। অন্য দিকে ২০০৮ সালে রাজস্থানের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল জাডেজার। রাজস্থানের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৪৩০ রান। ৬টি উইকেটও নিয়েছেন। ২০১২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাডেজা।
জাডেজা, কারেনের পাশাপাশি ডেভন কনওয়েকেও ছেড়ে দিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। ২০২৩ সালে চেন্নাইয়ের হয়ে ১৫টি ম্যাচে ৫১.৬৯ গড়ে ৬৭২ রান করেন। ২০২৪ সালের আইপিএলে তাঁকে পায়নি চেন্নাই। গত মরসুমে সাফল্য পাননি কনওয়ে। ৬ ম্যচে ১৫৬ রান করেন। তাই তাঁকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। গত নিলামে নিউ জ়িল্যান্ডের ওপেনিং ব্যাটারকে ৬ কোটি ২৫ লাখ টাকায় কিনেছিল চেন্নাই। তিন বছর পাশে থাকার জন্য সমাজমাধ্যমে চেন্নাইয়ের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কনওয়ে।