Dasun Shanaka

সকালে দেশে শতরান, বিকেলে ৩৩০৭ কিমি দূরে বিদেশে ম্যাচ জেতানো ইনিংস শ্রীলঙ্কার শনাকার

সকালে দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে শতরান। কয়েক ঘণ্টার মধ্যে বিদেশে গিয়ে টি-টোয়েন্টি লিগে ম্যাচ জেতানো ইনিংস। রবিবারটা এ ভাবেই স্মরণীয় করে রাখলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শনাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৮
Share:

(বাঁ দিকে) ঘরোয়া ক্রিকেটে খেলছেন দাসুন শনাকা। একই দিনে দুবাইয়ের লিগে (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

সকালে দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে শতরান করলেন। কয়েক ঘণ্টার মধ্যে বিদেশে গিয়ে টি-টোয়েন্টি লিগে ম্যাচ জেতানো ইনিংস খেললেন। রবিবার দিনটা এ ভাবেই স্মরণীয় করে রাখলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শনাকা। একই দিনে দুই ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছেন তিনি।

Advertisement

একই দিনে দু’টি আলাদা দেশে ক্রিকেট খেলার নজির বিশেষ নেই। শনাকা সেটাই সম্ভব করে দেখিয়েছেন। কলম্বোর থেকে দুবাইয়ের দূরত্ব ৩৩০৭ কিলোমিটার। দূরত্ব খুব বেশি না হওয়ায় বিমানে গিয়ে সরাসরি মাঠে নেমে পড়তে কোনও অসুবিধা হয়নি তাঁর।

শ্রীলঙ্কার ঘরোয়া প্রথম শ্রেণির লিগের তৃতীয় দিনে রবিবার নেমেছিলেন শনাকা। সিংহলিজ় স্পোর্টস ক্লাবকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেন। অবনমনের হাত থেকেও বাঁচান। এক সময় ৭৭ রানে পাঁচ উইকেট হারিয়েছিল সিংহলিজ়রা। সেখান থেকে দলকে টেনে তোলেন শনাকা। মুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ৮৭ বলে ১২৩ রানের ইনিংস খেলেন। ২৭৫ রানে শেষ হয় সিংহলিজ়ের ইনিংস। ম্যাচ বাঁচিয়ে ফেলে তারা।

Advertisement

সেই ম্যাচ ড্র হয়। দুপুরে ম্যাচ শেষ হওয়ার পরেই সোজা কলম্বো বিমানবন্দরে চলে যান শনাকা। সেখান থেকে পাড়ি দেন দুবাইয়ে। রাতেই আইএলটি২০ ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে নামেন। সেখানে ১২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন আবু ধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে। শেষ পর্যন্ত দল জেতে ২৬ রানে। শনাকার ইনিংস গুরুত্বপূর্ণ হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement