জিতেশ শর্মা। ছবি: সমাজমাধ্যম।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ঋষভ পন্থ শতরান করার পর ভাবা যায়নি লখনউ হারবে। সেটাই হয়েছে। রেকর্ড রান তাড়া করে বেঙ্গালুরুকে জেতানোর নেপথ্যে রয়েছেন জিতেশ শর্মা। পন্থের শতরানের জবাবে অপরাজিত ৮৫ রান করেছেন তিনি। সেই ইনিংস দেখে গর্বিত কেকেআরের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।
বেঙ্গালুরুকে জেতানোর পর কার্তিককে ধন্যবাদ দেন জিতেশ। বলেন, “এত ভাল একটা ইনিংস খেলব ভাবতেই পারিনি। সত্যি বলতে, মাথার ভিতরে কিছু চলছিল না। বিরাট কোহলি আউট হওয়ার পর ম্যাচটা যতটা সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম। এটাই আমার গুরু ডিকে পরামর্শ দিয়েছেন। ম্যাচের পরিস্থিতি যা-ই হোক না কেন, ডিকে আমাকে পরামর্শ দিয়েছেন ম্যাচটা যতটা সম্ভব এগিয়ে নিয়ে যেতে।”
জিতেশের মুখে কথাগুলো শুনতে শুনতে হাসছিলেন কার্তিক। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, “জিতেশ খুব বিশেষ একজন ক্রিকেটার। মরসুম শেষ হওয়ার পরেও কঠোর পরিশ্রম করে। কী ভাবে বড় রান তাড়া করতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে, সেটার প্রস্তুতি নেয়।”
কার্তিকের সংযোজন, “নিজের দক্ষতায় বিশ্বাস রাখলে, নিজের শটের উপর আস্থা থাকলে কী করা যায়, জিতেশের ইনিংস তার প্রকৃত উদাহরণ। আসল মুহূর্তেই সেরাটা বার করে আনতে হয়।”
পঞ্জাব ছেড়ে দেওয়ার পর মহানিলামে ১১ কোটি টাকায় জিতেশকে কিনেছিল বেঙ্গালুরু। চলতি মরসুমে একটা-দুটো ভাল ইনিংস খেললেও, মঙ্গলবারের মতো জিতেশের ম্যাচ জেতানো ইনিংস আগে দেখা যায়নি।
কার্তিক বলেছেন, “আগেও ওর ব্যাটে দু’-একটা ভাল ইনিংস দেখেছি। কিন্তু আজকের অর্ধশতরান এবং শেষ পর্যন্ত থেকে ম্যাচটা শেষ করে আসা, এটা বাকিগুলোর থেকে আগে থাকবে।”