IPL 2025

গাওস্করের অনুরোধ রাখল না বোর্ড, আইপিএলে বাজছে ডিজে, দেখা যাচ্ছে চিয়ারলিডারের নাচও

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে বিনোদনহীন আইপিএলের অনুরোধ করেছিলেন সুনীল গাওস্কর। তাঁর অনুরোধ বিবেচনা করেও রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে বিনোদন চলছেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:৩৩
Share:

আইপিএলে এখনও মাঠে দেখা যাচ্ছে চিয়ারলিডারদের। ছবি: পিটিআই।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে বিনোদনহীন আইপিএলের অনুরোধ করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর অনুরোধ বোর্ডের একাংশ বিবেচনা করেছিল বলে জানা গিয়েছে। তবু শেষ পর্যন্ত তাঁর অনুরোধ রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে বিনোদন চলছেই।

Advertisement

মাঝে এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যায়। ফলে রবিবার পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়ে দ্বিতীয় বার প্রতিযোগিতা শুরু হয়েছে। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয় মাঠে। সেখানে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানানো হয়। তবে পরবর্তীতে দেখা যায়, চিয়ারলিডারেরা মাঠে রয়েছেন। ডিজেও বাজছে। অর্থাৎ, বিনোদন বন্ধ রাখা হয়নি।

ভারত-পাকিস্তান সংঘর্ষ চলাকালীন এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। সংঘর্ষবিরতি হওয়ার পরে তা আবার শুরু হয়েছে। দ্বিতীয় বার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে গাওস্কর অনুরোধ করেছিলেন আইপিএলের বাকি ম্যাচে চিয়ারলিডার ও ডিজে না রাখার। তিনি বলেছিলেন, “বেশ কিছু পরিবার তাদের নিকটাত্মীয়কে হারিয়েছে। এই পরিস্থিতিতে আন্তরিক ভাবে আশা করব আইপিএলে বাড়তি কোনও আয়োজন থাকবে না। শুধু খেলাগুলো হোক। ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে আসুন। কিন্তু দু’ওভারের মাঝে ডিজে চাই না। মাঠে চিয়ার লিডারও দরকার নেই। এ রকম কিছু প্রয়োজন নেই। শুধু খেলা হোক। যাঁরা কাছের এবং প্রিয় জনদের হারিয়েছেন, তাঁদের আবেগকে এ ভাবে সম্মান জানানো যেতে পারে।”

Advertisement

গাওস্করের এই অনুরোধের পরে শোনা গিয়েছিল, বোর্ড তা মানতে পারে। ‘ইন্ডিয়া টুডে’ ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র জানিয়েছিলেন, বাকি ম্যাচগুলিতে হয়তো চিয়ার লিডারেরা থাকবেন না। ম্যাচ চলাকালীন গান বাজিয়ে দর্শকদের বিনোদন দেবেন না ডিজেরাও। তবে ফাইনালে বিনোদন থাকলেও থাকতে পারে। আইপিএল সুষ্ঠু ভাবে শেষ করাই এখন বোর্ডের লক্ষ্য। তাই বাড়তি কোনও বিনোদনের রাস্তায় হাঁটতে নারাজ তারা। তবে আদতে দেখা গেল, তা হল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement