IPL 2025

কেকেআরের পৌনে ১১ কোটির প্রাক্তন ক্রিকেটার কি গোয়েন্‌কার লখনউয়ে? শুরু জল্পনা

এ বারের নিলামে দল পাননি শার্দূল ঠাকুর। তবে সম্প্রতি তাঁকে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা গিয়েছে। কেকেআরের প্রাক্তন ক্রিকেটারকে কি তা হলে কিনেছে লখনউ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১২:০৮
Share:

সঞ্জীব গোয়েন্‌কা। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া শার্দূল ঠাকুরকে ঘিরে জল্পনা শুরু হয়েছে আইপিএলের আগে। এ বারের নিলামে তাঁকে কোনও দল কেনেনি। কিন্তু আইপিএলের আগে লখনউ সুপার জায়ান্টসের জার্সি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে কি কেকেআরের পৌনে ১১ কোটির প্রাক্তন ক্রিকেটারকে কিনেছে সঞ্জীব গোয়েন্‌কার দল? শুরু হয়েছে জল্পনা।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে শার্দূলের বেশ কয়েকটি ছবি দেখা গিয়েছে। সেখানে লখনউয়ের জার্সি পরে রয়েছেন তিনি। তার পরেই জল্পনা শুরু হয়েছে। নিলামের পরেও বেশ কিছু দলে বদল হয়েছে। কোনও ক্রিকেটার চোট পাওয়ায় তাঁর পরিবর্ত নিতে হয়েছে। তালিকায় রয়েছে কেকেআরও। উমরান মালিকের বদলে চেতন সাকারিয়াকে নিয়েছে তারা। তেমনটাই কি করতে হয়েছে লখনউকে?

গোয়েন্‌কার দলেও চোটের সমস্যা রয়েছে। পেসার মায়াঙ্ক যাদব এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিট হচ্ছেন। তিনি তবে খেলতে পারবেন জানা যায়ি। মহসিন খান ও আবেশ খানও চোটপ্রবণ। বিদেশি অলরাউন্ডার মিচেল মার্শ চলতি মরসুমে বল করতে পারবেন না। তবে কি কারও বদলে শার্দূলকে নিয়েছে তারা? এই বিষয়ে অবশ্য শার্দূল বা লখনউ এখনও পর্যন্ত মুখ খোলেনি।

Advertisement

২০২৩ সালের নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় শার্দূলকে কিনেছিল কেকেআর। কিন্তু ভাল খেলতে পারেননি তিনি। ১১টি ম্যাচে ১১৩ রান করেছিলেন। নিয়েছিলেন মাত্র ৭টি উইকেট। ফলে পরের বার তাঁকে ছেড়ে দেয় কেকেআর। ছোট নিলামে শার্দূলকে নেয় চেন্নাই সুপার কিংস। ২০২৪ সালে চেন্নাইয়ের হয়ে ন’টি ম্যাচে মাত্র ২১ রান করেন শার্দূল। নেন ৫টি উইকেট। ফলে চেন্নাইও ছেড়ে দেয় তাঁকে। এ বারের বড় নিলামে কোনও দল পাননি শার্দূল। কিন্তু আইপিএল শুরুর আগে তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement