বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের দুই ওপেনারের ভুল বোঝাবুঝিতে রান আউটের সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।
দিব্যি খেলছিলেন দুই ওপেনার। শতরানের জুটিও হয়ে গিয়েছিল তাঁদের মধ্যে। কিন্তু সেই জুটি ভাঙতেই নাটক। রান আউটের পর পাকিস্তানের দুই ক্রিকেটার পিচের মধ্যে ঝামেলায় জড়ান। বেশ কিছু ক্ষণ চলে সেই ঝামেলা।
পাকিস্তান শাহিনস্ (এ)-এর ম্যাচ ছিল বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার ডারউইনের টি১০ স্টেডিয়ামে চলছিল সেই খেলা। ব্যাট করতে নেমে ভাল শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ নাফায় ও ইয়াসির খান। মাত্র ১১ ওভারে ১১০ রান তোলে দুই ওপেনার। তার পরেই নাটক।
১২তম ওভারের প্রথম বল বড় শট মারার চেষ্টা করেন নাফায়। কিন্তু তাঁর ব্যাটে-বলে হয়নি। তার মধ্যেই দৌড়ে সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন ইয়াসির। তিনি দৌড়ে প্রায় স্ট্রাইকিং প্রান্তে পৌঁছে যান। কিন্তু নাফায় রান নিতে চাননি। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে ছিলেন। বাধ্য হয়ে নিজের প্রান্তে ফিরে আসার চেষ্টা করেন ইয়াসির। তত ক্ষণে বল ধরে তা বোলারের দিকে ছুড়ে দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক। বোলার বল ধরে উইকেটে লাগিয়ে দেন। ক্রিজ়ে ফেরার আগেই রান আউট হয়ে যান ইয়াসির।
রান আউট হওয়ার পর মেজাজ ধরে রাখতে পারেননি ইয়াসির। তিনি ব্যাট মাটিতে ছুড়ে ফেলেন। তার পর নাফায়ের দিকে তাকিয়ে হাত তুলে চিৎকার করতে থাকেন। জবাব দেন নাফায়ও। বেশ কিছু ক্ষণ এই ঝগড়া চলতে থাকে। চিৎকার করতে করতে নাফায়ের দিকে এগিয়ে যান ইয়াসির। তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা অবশ্য বোঝা যায়নি। বাংলাদেশের ক্রিকেটারেরা সেই বিবাদের মধ্যে ঢোকেননি। তাঁরা উল্লাস করতে থাকেন। বেশ কিছু ক্ষণ কথা-কাটাকাটির পর ডাগআউটে ফেরেন ইয়াসির। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।
মাঠে দুই ক্রিকেটারের ঝগড়া হলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি পাকিস্তানের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করে তারা। দুই ওপেনার নাফায় ৩১ বলে ৬১ ও ইয়াসির ৪০ বলে ৬২ রান করেন। পরে আব্দুল সামাদ ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন। অধিনায়ক মহম্মদ ইরফান খান শেষ দিকে ১২ বলে ২৫ রান করেন।
জবাবে বাংলাদেশও শুরুটা ভাল করেছিল। সাত ওভারে ৯২ রান করেছিল তারা। কিন্তু পাকিস্তানের স্পিনারেরা আসতেই পর পর উইকেট পড়তে থাকে। দুই স্পিনার ফয়জ়ল আলম ও সান মাসুদ ৩টে করে উইকেট নেন। ২ উইকেট নেন পেসার মহম্মদ ওয়াসিম জুনিয়র। ১৬.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৭৯ রানে ম্যাচ জেতে পাকিস্তান।