MS Dhoni

পছন্দের খাবার পাননি, রেগে গিয়ে আইপিএলের মাঝেই হোটেল বদলে ফেলেছিলেন ধোনি!

ঠান্ডা মাথার জন্য ক্রিকেট মাঠে তিনি বিখ্যাত। কিন্তু পছন্দসই খাবার না পেলে সেই মহেন্দ্র সিংহ ধোনিও বিরক্ত হন। এতটাই যে হোটেল বদলে ফেলতেও দ্বিধা করেন না। এমনই একটি তথ্য প্রকাশ্যে এনেছেন তাঁর প্রাক্তন সতীর্থ ডোয়েন স্মিথ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৭:২২
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

ঠান্ডা মাথার জন্য ক্রিকেট মাঠে তিনি বিখ্যাত। কিন্তু পছন্দসই খাবার না পেলে সেই মহেন্দ্র সিংহ ধোনিও বিরক্ত হন। এতটাই যে হোটেল বদলে ফেলতেও দ্বিধা করেন না। এমনই একটি তথ্য প্রকাশ্যে এনেছেন তাঁর প্রাক্তন সতীর্থ ডোয়েন স্মিথ। তাঁর সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Advertisement

সঞ্চালক স্মিথকে প্রশ্ন করেছিলেন, তিনি কখনও ধোনিকে রাগতে দেখেছেন কি না। উত্তরে দু’টি ঘটনা তুলে ধরেন ওয়েস্ট ইন্ডিজ়‌ের প্রাক্তন ক্রিকেটার। প্রথমটি ক্রিকেটীয়। দ্বিতীয় খাবার সংক্রান্ত।

স্মিথ বলেন, “একটা ম্যাচে অশ্বিন একটা ক্যাচ ফেলে দিয়েছিল। খুব সহজ ক্যাচ ছিল সেটা। ধোনি ওকে স্লিপ থেকে সরিয়ে মাঠের অন্যত্র ফিল্ডিং করতে পাঠিয়ে দিয়েছিল। সেই প্রথম বার ওকে রেগে যেতে দেখেছিলাম।”

Advertisement

দ্বিতীয় ঘটনাটির বর্ণনা দিয়ে স্মিথ বলেছেন, “আর এক বার দেখেছিলাম, হোটেলে থাকাকালীন ধোনি একটা খাবার অর্ডার করেছিল। কিন্তু সেই ডেলিভারি বয়কে হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। ধোনি রেগে গিয়ে সঙ্গে সঙ্গে হোটেল বদলে ফেলেছিল। হোটেলের নামটা আমার মনে পড়ছে না। বা মনে পড়লেও এখানে বলতে পারব না। কিন্তু ধোনিকে সোজা হোটেল ছেড়ে চলে যেতে দেখেছিলাম সে দিন।”

উল্লেখ্য, রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পর এখন চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। প্রথম ম্যাচে কলকাতার কাছে হারার পর লখনউয়ের বিরুদ্ধে চেন্নাইকে জিতিয়েছে ধোনির ব্যাটই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement