ICC Women\'s ODI World Cup 2025

কোচের আট শব্দের বার্তাতেই বাজিমাত ভারতের, ইংল্যান্ডের কাছে হারার পর কী ভাবে অমলের পেপ টকে উদ্বুদ্ধ হন হরমনপ্রীতেরা?

অস্ট্রেলিয়া ৩৩৮ রান তোলার পর ক্রিকেটারেরা যখন সাজঘরে ফিরেছেন, তখন একটা সাজঘরের সাদা বোর্ডে ইংরেজিতে আট শব্দের একটি বার্তা লিখে রেখেছিলেন। কী ভাবে অনুপ্রাণিত করলেন ভারতের কোচ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২২:৫৯
Share:

ভারতের ক্রিকেটারদের উচ্ছ্বাসের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

ভারতের বোলারদের উপর দাপট দেখিয়ে অস্ট্রেলিয়া ৩৩৮ রান তোলার পর ক্রিকেটারেরা যখন সাজঘরে ফিরেছেন, তখন একটা কথাও বলেননি তিনি। শুধু সাজঘরের সাদা বোর্ডে ইংরেজিতে আট শব্দের একটি বার্তা লিখে রেখেছিলেন। বাংলার যার অর্থ, ‘ওদের থেকে মাত্র এক রান বেশি করতে হবে’।

Advertisement

সেই বার্তাতেই উদ্বুদ্ধ হয়ে যান ক্রিকেটারেরা। ম্যাচের পর ভারতীয় বোর্ড একটি ভিডিয়ো প্রকাশ করেছেন, যেখানে মহিলা দলের কোচ অমল মুজুমদারের বার্তাটি প্রকাশ্যে এসেছে। অমল বলেছেন, “আজ যা দেখলাম তা অবিশ্বাস্য মনে হচ্ছে। হরমন, জেমি, সকলের অবিশ্বাস্য ইনিংস। শুরু থেকে ভাল খেলেছে। স্মৃতির কথাও বলতে হবে। ছোট হলেও যে অবদান রেখে তা অসাধারণ। এর থেকে বেশি খুশি হতে পারি। সাজঘরের বোর্ডে লিখে রেখেছিলেন যে অস্ট্রেলিয়ার থেকে এক রান বেশি চাই। এখন আমরা ফাইনালে।”

শুধু এই বার্তা নয়। ইংল্যান্ড ম্যাচের পর অমলের পেপ টকেও উদ্বুদ্ধ হয়েছিল গোটা দল। সে কথা কোচের পাশে দাঁড়িয়েই বলেছেন অধিনায়ক হরমনপ্রীত। তাঁর কথায়, “ইংল্যান্ড ম্যাচের পর আমি একটা কথাও বলিনি। কারণ উনিই সব কথা বলছিলেন। (কোচকে নকল করে) ‘তোমরা ম্যাচটা শেষ করে আসতে পারতে’। সকলে সেটা ভাল মনে মেনে নিয়েছিল।”

Advertisement

হরমনের সংযোজন, “স্যর যা বলেন সেটা আমরা সকলে বিশ্বাস করি। কারণ উনি হৃদয় থেকে কথাটা বলেন। ওই ম্যাচের পর সতীর্থদের সঙ্গে কথা বলি। বুঝতে চেয়েছিলাম ওদের কেমন লাগছে। কারণ স্যর চাইছিলেন আমরা সব কাজ ঠিকঠাক পালন করি। গোটা দেশও সেটাই চাইছিল। সকলে মিলে এগিয়ে এসেছে। আজ দেখতে পেলেন সকলে কী রকম খেলল।”

অমল পাশে দাঁড়িয়ে বলেছেন, “ক্রিকেটারদের সঙ্গে হালকা মেজাজে কিছু কথাবার্তা হয়েছিল। আমি কয়েকটা কথা বলেছিলাম। সকলেই সেটা ভাল ভাবে নিয়েছে।”

অস্ট্রেলিয়া যে ভাবে শুরু করেছিল, তাতে তারা যে ৩৩৮-এ থেমে যাবে এটা ভাবতে পারেননি আমনজ্যোৎ কৌর। তিনি বলেছেন, “আমরা ভেবেছিলাম ওরা ৩৮০ তুলবে। পিচ এতটাই ভাল ছিল। লিচফিল্ড আউট হওয়ার পর ম্যাচ আমাদের দিকে ঘুরে যায়। তার পর থেকে আমরা খুব বেশি রান হজন করিনি। শ্রী চরণী দারুণ একটা স্পেল করল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement