এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের দুই সমর্থক। — ফাইল চিত্র।
লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তানের দুটো ম্যাচ বাতিল হতেই এশিয়া কাপ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেখানে ভারত-পাকিস্তানের তিন বার মুখোমুখি হওয়ার কথা। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ম্যাচ হওয়া কি আদৌ সম্ভব? উত্তর দিয়েছেন আমিরশাহি ক্রিকেট বোর্ডের মুখ্য কর্তা শুভান আহমেদ।
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। এর পর ‘সুপার ফোর’ এবং ফাইনালেও দেখা হতে পারে। তবে এই ম্যাচ নিয়ে কোনও সমস্যা হবে না বলেই অভিমত শুভানের।
তিনি বলেছেন, “আমি আনুষ্ঠানিক ভাবে কিছু বলতে পারব না। তবে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে কোনও ঝুঁকি নেই, এটুকু বলতে পারি। এশিয়া কাপের সঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের মতো ব্যক্তিগত লিগের তুলনা করা উচিত হবে না। ওখানে তো ভারত দুটো ম্যাচেই খেলতে চায়নি।”
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে অবশ্য বিভিন্ন পক্ষের বিভিন্ন মত। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় চান এই ম্যাচ হোক। বিপক্ষে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।
কিছু দিন আগে সৌরভ বলেছিলেন, “খেলাধুলো এগিয়ে চলুক। পহেলগাঁওয়ে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়। কিন্তু তার জন্য খেলাধুলো বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু পাশাপাশি খেলাধুলোও চলুক।”
বিরোধিতা করে আজহার বলেছিলেন, “ভারত যদি খেলে তা হলে সব জায়গায় খেলা উচিত। না হলে কোথাও খেলার দরকার নেই। তোমরা যদি দ্বিপাক্ষিক ম্যাচ না খেলো তা হলে আন্তর্জাতিক ম্যাচ খেলারই বা দরকার কী? আমার ব্যক্তিগত মত এটাই।”
পহেলগাঁও কাণ্ডের পর ভারতের হয়ে কথা বলেছিলেন দানিশ কানেরিয়া। কিন্তু এ ক্ষেত্রে তিনি ভারতের বিরোধিতায় মুখ খুলেছিলেন। সমাজমাধ্যমে লিখেছিলেন, “নিজের ইচ্ছামতো দেশভক্তি দেখাবেন না। ডব্লিউসিএলে খেলতে চাইল না ভারতীয়েরা। বলল জাতীয় কর্তব্য। এখন এশিয়া কাপে এই ম্যাচ খেলতে ভাল লাগবে? পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে যদি অসুবিধা না থাকে তা হলে ডব্লিউসিএলেও খেলা যেত। খেলাধুলোকে খেলাধুলোই রাখতে দাও। কূটনীতি বানিয়ো না।”